Sunday, January 18, 2026
Homeঅপরাধনানক-তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

নানক-তাপসসহ ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আলোর যুগ প্রতিনিধিঃ চব্বিশের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল।

সেইসঙ্গে পলাতক ২৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ২৯ জানুয়ারির মধ্যে তাদের হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রবিবার এ বিষয়ে শুনানিতে অভিযোগ আমলে নিয়ে এই নির্দেশ দেওয়া হয়।

এর আগে  সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রেজিস্ট্রারের কাছে জাহাঙ্গীর কবির নানক ও শেখ ফজলে নূর তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ফরমাল চার্জ (আনুষ্ঠানিক অভিযোগ) দাখিল করা হয়। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments