Saturday, January 17, 2026
Homeশিক্ষাসায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েতের ঘোষণা

সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করে গণজমায়েতের ঘোষণা

আলোর যুগ প্রতিনিধিঃ সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে আগামী সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীতে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সকাল ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এই কর্মসূচি পালন করা হবে। একইসঙ্গে সেখানে ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন করা হবে, যেখান থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। শনিবার (১৭ জানুয়ারি) দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়াটি প্রকাশের পর তা নিয়ে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা ও বিতর্ক শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে পরামর্শ সভা আয়োজন করে।

শিক্ষার্থীদের দাবি, স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে পাওয়া মতামতের ভিত্তিতে শিক্ষা মন্ত্রণালয় খসড়া আইনটি হালনাগাদ করেছে। সর্বশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে লাগাতার অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক হয়। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক সব কার্যক্রম শেষ করে জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারি করার বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছিল।

তবে নির্ধারিত সময় পার হলেও এখনো রাষ্ট্রপতির পক্ষ থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি হয়নি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এ কারণে এক দফা দাবিতে নতুন করে রাজপথে নামার ঘোষণা দেওয়া হয়েছে। ঢাকা কলেজ শিক্ষার্থী মো. নাঈম হাওলাদারের সই করা ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এর আগে গত ১৪ ও ১৫ জানুয়ারি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করা হয়েছিল।

শিক্ষার্থীরা জানান, এই কর্মসূচির মাধ্যমে সাত কলেজের শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিভাবকহীন শিক্ষাজীবন ও মানহীন শিক্ষা ব্যবস্থা থেকে মুক্তির দাবি তুলে ধরা হবে। একইসঙ্গে কর্মসূচি সফল করতে সব শিক্ষার্থীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে এবং ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর অনুরোধ করা হয়েছে। কর্মসূচির কারণে সাময়িক জনদুর্ভোগের জন্য রাজধানীবাসীর কাছে দুঃখ প্রকাশ করে আন্দোলনকারীরা বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবি পূরণ হলেই তারা পড়ার টেবিলে ফিরে যাবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments