Saturday, January 17, 2026
Homeআন্তর্জাতিকগাজা নিয়ে বড় ঘোষণা, শান্তি পরিষদে কারা ট্রাম্পের সঙ্গী?

গাজা নিয়ে বড় ঘোষণা, শান্তি পরিষদে কারা ট্রাম্পের সঙ্গী?

আলোর যুগ প্রতিনিধিঃ ফিলিস্তিনের গাজা উপত্যকার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারকি করতে পরিকল্পিত বোর্ড অব পিস বা শান্তি পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। এই শান্তি পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই।

ঘোষিত সদস্যদের মধ্যে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকভ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার। এছাড়া পরিষদের সদস্য হিসেবে থাকছেন মার্কিন ধনকুবের মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল। এ ছাড়া জাতিসংঘের মধ্যপ্রাচ্যবিষয়ক সাবেক দূত নিকোলাই ম্লাদেনভ গাজায় উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।

গেল বছরের শেষ দিকে গাজা পিস বোর্ড গঠনের পরিকল্পনা প্রকাশ করেন ট্রাম্প। গত অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস এই পরিকল্পনায় সই করে। পরিকল্পনা অনুযায়ী, একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট সংস্থা গাজা পরিচালনা করবে এবং সেই প্রশাসনের তদারকির দায়িত্বে থাকবে এই শান্তি পরিষদ। তবে শান্তি পরিষদের সদস্য তালিকা ঘোষণার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় এই উদ্যোগের কার্যকারিতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ফিলিস্তিনিরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments