Friday, January 9, 2026
Homeরাজনীতিদোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে : সালাহউদ্দিন আহমদ

দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে : সালাহউদ্দিন আহমদ

আলোর যুগ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরকার ও প্রশাসন বিএনপির প্রতি ঝুঁকে পড়ছে এমন অভিযোগ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমান নির্বাচনী পরিস্থিতিতে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড মোটামুটি ভালো রয়েছে। মঙ্গলবার রাত ৮টায় কক্সবাজার জেলা বিএনপি কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো দল বা কারও যদি নির্বাচন নিয়ে অভিযোগ থাকে, তাহলে তারা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলতে পারে। তবে অভিযোগ অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে। নির্বাচন নিয়ে হাওয়ার উপর অভিযোগ করা ঠিক নয়, এটি গণতান্ত্রিক চর্চা নয়।

তিনি বলেন, পরস্পরকে দোষারোপ করার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। গণতন্ত্রকে শক্তিশালী করতে দায়িত্বশীল আচরণ জরুরি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কর্মসূচি প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তাঁদের কবর জিয়ারতের পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে শহীদ আবু সাঈদ, শহীদ ওয়াসিমসহ গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করা হবে।

তিনি বলেন, এই কর্মসূচির ধারাবাহিকতায় আগামী ১৭ থেকে ১৯ জানুয়ারির মধ্যে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কক্সবাজার সফরের সম্ভাবনা রয়েছে। এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না ও দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা বিএনপি কার্যালয় পরিদর্শন শেষে সালাহউদ্দিন আহমদ আকাশপথে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments