Thursday, December 25, 2025
Homeক্রিকেটসিলেট-রাজশাহী ম্যাচ দিয়ে আগামীকাল শুরু বিপিএল

সিলেট-রাজশাহী ম্যাচ দিয়ে আগামীকাল শুরু বিপিএল

আলোর যুগ স্পোর্টসঃ  চা বাগান ও পাহাড়ি সৌন্দর্যের নগরী সিলেটে শুক্রবার (২৬ ডিসেম্বর) শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। দেশের সবচেয়ে সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা লাক্কাতুরা স্টেডিয়ামে মাঠে নামবে সিলেট টাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়র্স।

উদ্বোধনী ম্যাচকে ঘিরে দর্শকদের মধ্যে সবচেয়ে বড় আগ্রহ দুই বন্ধু নাজমুল হোসেন শান্ত এবং মেহেদী হাসান মিরাজের লড়াই। রাজশাহীর অধিনায়ক শান্ত বলেন, ‘হোম ক্রাউডের বিপক্ষে খেলা রোমাঞ্চকর। দুই দলই শক্তিশালী, আগামীকাল যে দল ভালো খেলবে, সেই জিতবে।’ অন্যদিকে, মিরাজ যোগ করেন, ‘আমার স্বপ্ন সিলেটকে প্রথমবার চ্যাম্পিয়ন করা। এটা আমার কাছে বিশেষ প্রাপ্তি হবে।’

উদ্বোধনী ম্যাচে দর্শক নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটনের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, ‘৬০৫ জন সদস্য দায়িত্বে থাকবেন। নিরাপত্তা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা সব প্রস্তুতি শেষ করেছি।’

বিপিএলের প্রথম দুই দিনের টিকিট ইতিমধ্যেই বিক্রি হয়ে গেছে। এবার পুরোপুরি অনলাইনে কাগজবিহীন টিকেট বিক্রি করা হচ্ছে। উদ্বোধনী দিনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব উপস্থিত থাকবেন। মাঠকর্মীরা শেষ মুহূর্তের কাজ রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছেন, যাতে দর্শকরা সুন্দর ও নিরাপদ পরিবেশে খেলা উপভোগ করতে পারেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments