Wednesday, December 24, 2025
Homeবিনোদনহলিউডের চাকচিক্য থেকে সোজা ফুটপাতে, অভিনেতার মানবেতর জীবন

হলিউডের চাকচিক্য থেকে সোজা ফুটপাতে, অভিনেতার মানবেতর জীবন

আলোর যুগ বিনোদনঃ জীবনের করুণ পরিণতি ভোগ করছেন একসময়ের জনপ্রিয় শিশু অভিনেতা টাইলার চেজ। ছিন্নমূল অবস্থায় ক্যালিফোর্নিয়ার রাস্তায় দেখা গেছে তাকে। দিন কাটাচ্ছে অনাহারে, অনিদ্রায়। অভিনেতার এমন অবস্থা দেখে শিউরে উঠেছেন অনুরাগীরা।

জনপ্রিয় আমেরিকান শিশুদের টিভি চ্যানেল ‘নিকেলোডিয়ান’-এর বিখ্যাত শো ছিল ‘নেডস ডিক্লাসিফায়েড স্কুল সারভাইভাল গাইড’। এতে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান টাইলার। ভিনেতার বর্তমান জীবন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এক নারী টাইলার চেজকে চিনে তাকে জড়িয়ে ধরছেন। ওই নারী জানতে চাইলে চেজ নিশ্চিত করেন, তিনিই একসময় নিকেলোডিয়নের সেই জনপ্রিয় শিশু চরিত্রে অভিনয় করেছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়।

ভিডিওটি ‘এক্স’ প্ল্যাটফর্মে শেয়ার করেন মারিও নাউফেল নামের এক ব্যবহারকারী। তিনি লেখেন, এই ভিডিও মনে করিয়ে দেয়, খ্যাতি কত দ্রুত ম্লান হয়ে যেতে পারে। তার মতে, ক্যামেরা বন্ধ হয়ে গেলে অনেক শিশু তারকাই এমন সব চ্যালেঞ্জের মুখে পড়েন, যা দীর্ঘদিন ধরে তাদের তাড়া করে বেড়ায়। এর মধ্যে আর্থিক সংকট অন্যতম।

নাউফেল আরও বলেন, শৈশবে শিশু অভিনেতারা ব্যাপক পরিচিতি পায়। কিন্তু বড় হওয়ার পর বাস্তবতা অনেকসময়ই কঠিন হয়ে ওঠে। টাইলারের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, খুব অল্প বয়সে পাওয়া খ্যাতির পর হলিউডের সহায়তা সবার জন্য সমানভাবে থাকে না।

টাইলার চেজের ঘটনা আবারও বিনোদনশিল্পে শিশুশিল্পীদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও কিছু শিশু অভিনেতা পরবর্তী সময়ে সফলভাবে প্রাপ্তবয়স্ক অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারেন, তবে অনেকেই নিয়মিত কাজ না পেয়ে আর্থিক ও সামাজিকভাবে সংকটে পড়েন। ফলে সমাজের মূল স্রোত থেকে ধীরে ধীরে বিচ্ছিন্ন হয়ে পড়ার ঘটনাও বিরল নয়।

এই ঘটনার পর নতুন করে আলোচনা শুরু হয়েছেশিশুশিল্পীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, দীর্ঘমেয়াদি আর্থিক পরিকল্পনা এবং ক্যারিয়ার-পরবর্তী জীবনের প্রস্তুতিতে বিনোদনশিল্প কতটা দায়িত্বশীল ভূমিকা রাখছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক ভক্তই টাইলার চেজের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন এবং একই পরিস্থিতিতে পড়া অন্য শিশুশিল্পীদের সহায়তার দাবিও তুলছেন।

এর মধ্যেই তার সাবেক সহ-অভিনেতা ড্যানিয়েল কার্টিস লি এগিয়ে এসেছেন তাকে সহায়তা করতে। তার নিয়মিত খোঁজখবর নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন এই অভিনেতা। এ সময় চেজ জানান, বন্ধুকে দেখে খুব খুশি হয়েছেন তিনি। এদিকে চেজের পরিবার জানিয়েছে, বাইপোলার ডিসঅর্ডারে ভুগছেন অভিনেতা। তার আর্থিক অনুদান নয়, চিকিৎসা প্রয়োজন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments