Tuesday, December 16, 2025
Homeজেলার খবরস্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

আলোর যুগ প্রতিনিধিঃ রাজধানীর শাহবাগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে ব্লকেড কর্মসূচি পালন করছে জাতীয় ছাত্র শক্তি। শরিফ ওসমান হাদীর ওপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ কর্মসূচি আজ দুপুরে অনুষ্ঠিত হচ্ছে। কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রনেতারা ‘অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন ডাইরেক্ট’, ‘হাদীর উপর গুলি কেন, প্রশাসন জবাব চাই’, ‘এক, দুই, তিন, চার জাহাঙ্গীর তুই গদি ছাড়’ ইত্যাদি স্লোগান দেন।

জাতীয় ছাত্র শক্তির নেতা আবু বাকের মজুমদার বলেন, আমরা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলন পালন করছি। আমাদের কর্মসূচি জনদূর্ভোগ সৃষ্টির জন্য নয়, এটি জনমত ও ন্যায় প্রতিষ্ঠার উদ্দেশ্যে। আশা করি অন্তর্বর্তী সরকার দ্রুত পদক্ষেপ নেবে।

উল্লেখ্য, জুলাই মাসে বিপ্লবী ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনার পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন উঠেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments