Wednesday, December 3, 2025
Homeক্রিকেটযুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের গ্রুপে কারা?

যুব এশিয়া কাপের সূচি প্রকাশ, বাংলাদেশের গ্রুপে কারা?

আলোর যুগ স্পোর্টসঃ অবশেষে চূড়ান্ত হলো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দিনক্ষণ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আসন্ন এই টুর্নামেন্টের গ্রুপিং ও সময়সূচি প্রকাশ করেছে। আটটি দলকে নিয়ে আয়োজিত মর্যাদাপূর্ণ এই আসরের পর্দা উঠছে ১২ ডিসেম্বর।

গ্রুপিং ও প্রতিপক্ষ এবারের আসরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে রাখা হয়েছে ‘বি’ গ্রুপে। সেখানে যুবা টাইগারদের লড়তে হবে স্বাগতিক আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপালের বিপক্ষে। অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তাদের সঙ্গী সংযুক্ত আরব আমিরাত ও মালয়েশিয়া।

বাংলাদেশের ম্যাচের সময়সূচি আফগানিস্তানের আয়োজনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। আগামী ১২ ডিসেম্বর ভারত ও আরব আমিরাতের ম্যাচ দিয়ে শুরু হবে মাঠের লড়াই। তবে বাংলাদেশ তাদের অভিযান শুরু করবে ১৩ ডিসেম্বর। আইসিসি একাডেমি মাঠে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।

একদিন বিরতি দিয়ে ১৫ ডিসেম্বর ‘দ্য সেভেন্স স্টেডিয়ামে’ নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। এই ম্যাচটি পুনরায় আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত হবে।

সেমিফাইনাল ও ফাইনাল টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর। দুই গ্রুপের শীর্ষ দুটি করে মোট চারটি দল ১৯ ডিসেম্বর সেমিফাইনালে লড়বে। আর ২১ ডিসেম্বর আইসিসি একাডেমি মাঠে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এবারের যুব এশিয়া কাপ। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ শুরু হবে গালফ সময় রাত ৯টায়।

একনজরে যুব এশিয়া কাপে বাংলাদেশের সূচি

১৩ ডিসেম্বর : বাংলাদেশ বনাম আফগানিস্তান

১৫ ডিসেম্বর : বাংলাদেশ বনাম নেপাল

১৭ ডিসেম্বর : বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments