Wednesday, December 3, 2025
Homeঅপরাধরিমান্ড শেষে কারাগারে আনিসুল-কামরুল-সোলাইমান

রিমান্ড শেষে কারাগারে আনিসুল-কামরুল-সোলাইমান

আলোর যুগ প্রতিনিধিঃ জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর চানখারপুলে ঝুট ব্যবসায়ী মো. মনির হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও কামরুল ইসলাম এবং সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিমকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল হাসান খান পুলক রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম। এ তথ্য নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই জিন্নাত আলী। গত ১৮ জুন আনিসুল হকের পাঁচ দিন, ২৪ সেপ্টেম্বর কামরুল ইসলামের পাঁচ দিন এবং ২০ অক্টোবর সোলাইমান সেলিমের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার বিবরণ থেকে জানা যায়, সরকার পতনের দিন গত বছরের ৫ আগস্টে শাহবাগ থানার চানখারপুল এলাকায় ছাত্র-জনতার সঙ্গে আন্দোলনে অংশ নেন ঝুট ব্যবসায়ী মো. মনির। দুপুরে আসামিদের ছোড়া গুলিতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় = গত ১৪ মার্চ শাহবাগ হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী রোজিনা আক্তার। মামলায় ৩৫১ জনকে এজাহারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments