Tuesday, December 2, 2025
Homeআন্তর্জাতিকঅবশেষে কারাগারে ইমরান খানের সঙ্গে বোনের সাক্ষাৎ

অবশেষে কারাগারে ইমরান খানের সঙ্গে বোনের সাক্ষাৎ

আলোর যুগ প্রতিনিধিঃ রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল কর্তৃপক্ষ মঙ্গলবার পিটিআই প্রতিষ্ঠাতা ও পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন উজমাহ খানমকে কারাবন্দী ভাইয়ের সঙ্গে সাক্ষাতের অনুমতি দিয়েছে। ডন জানিয়েছে, উজমাহ খানম দুপুরের পরে ভাইয়ের সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ইমরান খানের সঙ্গে দেখা করার ওপর আরোপিত নিষেধাজ্ঞার প্রতিবাদে পিটিআই নেতা-কর্মীরা ইসলামাবাদ হাইকোর্ট এবং আদিয়ালা জেলের বাইরে বিক্ষোভ করছিলেন। পিটিআইয়ের অভিযোগ, গত বেশ কয়েক সপ্তাহ ধরে সাবেক প্রধানমন্ত্রীকে পরিবার এবং দলীয় নেতাদের তার সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় ইমরান খানের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে পরিস্থিতি জটিল হয়ে ওঠে।

খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির মতে, ২৭ অক্টোবর থেকে ইমরান খান বা তার স্ত্রী বুশরা বিবির সঙ্গে কাউকে দেখা করার অনুমতি দেওয়া হয়নি। এদিকে, পিটিআইয়ের প্রতিবাদ কর্মসূচির আগে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়। ফলে ওই এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য চার বা ততোধিক ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ হলেও এদিন পিটিআই সমর্থকরা উজমাহ খানমের সঙ্গে জেলের বাইরে উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments