
আলোর যুগ প্রতিনিধিঃ গাজা উপত্যকার রাফাহ শহরের কাছে একটি টানেলকে লক্ষ্য করে অভিযান চালিয়ে গত সপ্তাহে ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি যোদ্ধাকে হত্যা করার দাবি করেছে ইসরায়েল। রবিবার (৩০ নভেম্বর) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
গত শনিবার ইসরায়েলি সেনাবাহিনী ঘোষণা করেছে যে তারা গতরাতে ভূগর্ভস্থ এলাকা থেকে বেরিয়ে আসা চার যোদ্ধাকে হত্যা করেছে। হামাসের কয়েক ডজন যোদ্ধা দক্ষিণ গাজার টানেলগুলোতে, ইসরায়েলি সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকার নীচে লুকিয়ে আছে দাবি করা হচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনী, গত ৪০ দিন ধরে, সেনাবাহিনী পূর্ব রাফাহর চারপাশে তাদের প্রচেষ্টাকে কেন্দ্রীভূত করছে। এই এলাকায় থাকা ভূগর্ভস্থ টানেল রুটগুলো ভেঙে ফেলা ও তাদের মধ্যে লুকিয়ে থাকা যোদ্ধাদের নির্মূল করার লক্ষ্যেই এ অভিযান চালানো হয়েছে বলে সেনাবাহিনী তাদের বিবৃতিতে জানিয়েছে।
তারা আরও জানিয়েছে, গত সপ্তাহে ‘৪০ জনেরও বেশি যোদ্ধাকে নির্মূল করা হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, এছাড়াও, এলাকায় মাটির উপরে ও নীচে কয়েক ডজন টানেল শ্যাফ্ট ও যোদ্ধা অবকাঠামো সাইট ভেঙে ফেলা হয়েছে।’ বৃহস্পতিবার একাধিক সূত্র এএফপিকে জানিয়েছে, দক্ষিণ গাজার টানেল নেটওয়ার্কে এখনও যে সব হামাস যোদ্ধা রয়েছ, তাদের ব্যাপাকে কী ব্যবস্থা গ্রহণ করা হবে—তা নিয়ে আলোচনা চলছে।
বুধবার, হামাস মধ্যস্থতাকারী দেশগুলোকে ইসরায়েলকে নিরাপদ পথের অনুমতি দেওয়ার জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে। প্রথমবারের মতো ইসলামপন্থী গোষ্ঠীটি প্রকাশ্যে এই পরিস্থিতির কথা স্বীকার করেছে। মিশর, তুরস্ক ও কাতারের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা ইসরায়েল ও হামাসের মধ্যে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি ১০ অক্টোবর কার্যকর হয়।
