Monday, December 1, 2025
Homeজেলার খবরসোয়া এক ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

সোয়া এক ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

আলোর যুগ প্রতিনিধিঃ ঢাকার চকবাজারের রহমতগঞ্জ ডালপট্টি এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লাগার পর সোয়া এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, সোমবার বিকাল ৪টা ৪২ মিনিটের দিকে তিন তলা একটি আবাসিক ভবনের তৃতীয় তলায় আগুন লাগার খবর পান তারা।

প্রথমে লালবাগ ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে একে একে যোগ দেয় আরও পাঁচটি ইউনিট। সন্ধ্যা ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা।

এ ঘটনায় কেউ হতাহত হননি। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এর আগে, বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের জহুরি মহল্লায় একটি ৬ তলা আবাসিক ভবনে অগ্নিকাণ্ড হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে বিকাল ৪টা ২৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments