Thursday, November 27, 2025
Homeখেলাএগিয়ে থেকেও ১০ জনের পিএসজির কাছে টটেনহ্যামের হার

এগিয়ে থেকেও ১০ জনের পিএসজির কাছে টটেনহ্যামের হার

আলোর যুগ স্পোর্টসঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে এগিয়ে থাকার পরও শেষপর্যন্ত হার নিয়ে মাঠ ছেড়েছে টটেনহ্যাম। ৮ গোলের এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন পিএসজির পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনহা। বুধবার রাতে ঘরের মাঠে টটেনহ্যামকে ৫-৩ গোলে হারিয়েছে প্যারিসিয়ানরা। ম্যাচের ৫০ মিনিটে পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ছিল টটেনহ্যাম। লন্ডনের ক্লাবটির হয়ে প্রথম দুইটি গোল করেন কোলো মুয়ানি ও রিচার্লিসন।

এরপর তিন গোল হজম করে তারা। ম্যাচের ৭২তম মিনিটে পিএসজির মুয়ানি গোল করলে লড়াই জমে ওঠে। তবে শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়ে স্পারসরা। ম্যাচের যোগ করা সময়ে লাল কার্ড দেখেন পিএসজির লুকাস হার্নান্দেজ। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বায়ার্ন থেকে গোল ব্যবধানে এগিয়ে থেকে দুই নম্বরে অবস্থান করছে পিএসজি। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে টটেনহ্যাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments