Sunday, November 23, 2025
Homeশিক্ষা১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

১৫ দিনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, হল ছাড়ার নির্দেশ

আলোর যুগ প্রতিনিধিঃ সাম্প্রতিক ভূমিকম্প ও পরবর্তী আফটারশকের প্রভাবে উদ্ভূত জরুরি পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে আগামীকাল রবিবার বিকেল ৫টার মধ্যে আবাসিক হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক ভার্চ্যুয়াল জরুরি সভায় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

সিন্ডিকেট সভায় জানানো হয়, ভূমিকম্প ও পরবর্তী ঝাঁকুনিতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক নিরাপত্তা বিবেচনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে পড়েছে। বুয়েটের বিশেষজ্ঞদের পরামর্শসহ পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর এবং প্রধান প্রকৌশলীর মতামত বিশ্লেষণ করে দেখা যায়, আবাসিক হলগুলোতে ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় সংস্কার কাজের আগে সেগুলো খালি করা প্রয়োজন।

এ কারণে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ রাখার পাশাপাশি আবাসিক সকল হলে জরুরি পরিদর্শন ও ঝুঁকি মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। হলগুলো খালি করতে প্রাধ্যক্ষদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সভায় অনুরোধ জানানো হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ নিয়মিতভাবে খোলা থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সভায় সিন্ডিকেট সদস্যদের পাশাপাশি চিকিৎসা অনুষদের ডিন, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, পরিকল্পনা ও উন্নয়ন অফিসের ভারপ্রাপ্ত পরিচালক, ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক এবং ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments