Thursday, November 20, 2025
Homeজেলার খবরডিবির সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন

ডিবির সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন

আলোর যুগ প্রতিনিধিঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে আধুনিক প্রযুক্তি নির্ভর সাইবার অপরাধ দমন ও জনগণের নিরাপত্তা সুরক্ষায় নতুন মাইলফলক হিসেবে সাইবার সাপোর্ট সেন্টার, ডিবির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুরাতন রমনা থানার পশ্চিম পার্শ্বে ডিবি কম্পাউন্ড সংলগ্ন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই সেন্টারের শুভ উদ্বোধন করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি।

ডিবির এ সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধনের মাধ্যমে নাগরিকরা এখন আরও দ্রুত ও কার্যকর সেবা পাবেন। অনলাইন হয়রানির শিকার, বিশেষ করে নারী ও কিশোর-কিশোরীরা নিরাপদে অভিযোগ জানানোর সুযোগ পাবেন। সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ অনলাইনে সরাসরি জানাতে পারবেন সাইবার সাপোর্ট সেন্টারের ফেসবুক পেজ: Cyber Support Centre- DB, DMP অথবা ই-মেইল:cybersupportdbdmp@police.gov.bd-এর মাধ্যমে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মো. সরওয়ার, বিপিএম-সেবা; (অতিরিক্ত আইজি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স এবং প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, যুগ্ম কমিশনারগণ, উপকমিশনারসহ গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments