Thursday, November 20, 2025
Homeখেলাভারতকে হারিয়ে ৯ বছরে সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ

ভারতকে হারিয়ে ৯ বছরে সর্বোচ্চ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ

আলোর যুগ স্পোর্টসঃ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮০ নম্বরে উঠেছে বাংলাদেশ। আগে অবস্থান ছিল ১৮৩-তে। বুধবার রাতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে এ তথ্য জানা যায়। ২২ বছরের অপেক্ষা ভেঙে শেখ মোরসালিনের দারুণ গোলেই ধাক্কা খায় ৪৬ ধাপ উপরের অবস্থানে থাকা ভারত।

মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের সঙ্গে মাঠে নামার আগে কাগজে-কলমে পার্থক্য ছিল বিশাল। কিন্তু বাস্তবে তা আর ফুটে ওঠেনি। লড়াই করেছে বাংলাদেশ, মাঠ ছেড়েছে ১-০ গোলের জয় নিয়ে। এর আগে নেপালের সঙ্গে ১৩ নভেম্বর অনুষ্ঠিত ম্যাচেও দারুণ শুরু করেছিল স্বাগতিকরা। দুটি গোলের লিড নিয়েও শেষ মুহূর্তের আঘাতে জয় হাতছাড়া হয়। ২-২ ড্রয়ে শেষ হওয়া সেই ম্যাচে নেপাল ছিল বাংলাদেশের চেয়ে তিন ধাপ এগিয়ে তবু লড়াইয়ে পিছিয়ে পড়েনি বাংলাদেশ।

নতুন র‍্যাঙ্কিংয়ে ১৭.১৩ রেটিং পয়েন্ট যোগ হয়েছে লাল-সবুজদের ঝুলিতে, তাতে মোট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯১১.১৯। গত মাসে যা ছিল ৮৯৪.০৬। অন্যদিকে বাংলাদেশের কাছে হারের পর বড় ধাক্কা খেয়েছে ভারত ৬ ধাপ পিছিয়ে ১৩৬ থেকে নেমে গেছে ১৪২ নম্বরে। দুই ধাপ পিছিয়েছে নেপালও (১৮২)। শীর্ষ স্থান এবারও অপরিবর্তিত রেখেছে স্পেন। দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা, তৃতীয় ফ্রান্স এবং চার নম্বরে আছে ইংল্যান্ড।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments