
আলোর যুগ স্পোর্টসঃ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ফিফা র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৮০ নম্বরে উঠেছে বাংলাদেশ। আগে অবস্থান ছিল ১৮৩-তে। বুধবার রাতে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রকাশিত হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে এ তথ্য জানা যায়। ২২ বছরের অপেক্ষা ভেঙে শেখ মোরসালিনের দারুণ গোলেই ধাক্কা খায় ৪৬ ধাপ উপরের অবস্থানে থাকা ভারত।
মঙ্গলবার রাতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের সঙ্গে মাঠে নামার আগে কাগজে-কলমে পার্থক্য ছিল বিশাল। কিন্তু বাস্তবে তা আর ফুটে ওঠেনি। লড়াই করেছে বাংলাদেশ, মাঠ ছেড়েছে ১-০ গোলের জয় নিয়ে। এর আগে নেপালের সঙ্গে ১৩ নভেম্বর অনুষ্ঠিত ম্যাচেও দারুণ শুরু করেছিল স্বাগতিকরা। দুটি গোলের লিড নিয়েও শেষ মুহূর্তের আঘাতে জয় হাতছাড়া হয়। ২-২ ড্রয়ে শেষ হওয়া সেই ম্যাচে নেপাল ছিল বাংলাদেশের চেয়ে তিন ধাপ এগিয়ে তবু লড়াইয়ে পিছিয়ে পড়েনি বাংলাদেশ।
নতুন র্যাঙ্কিংয়ে ১৭.১৩ রেটিং পয়েন্ট যোগ হয়েছে লাল-সবুজদের ঝুলিতে, তাতে মোট পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৯১১.১৯। গত মাসে যা ছিল ৮৯৪.০৬। অন্যদিকে বাংলাদেশের কাছে হারের পর বড় ধাক্কা খেয়েছে ভারত ৬ ধাপ পিছিয়ে ১৩৬ থেকে নেমে গেছে ১৪২ নম্বরে। দুই ধাপ পিছিয়েছে নেপালও (১৮২)। শীর্ষ স্থান এবারও অপরিবর্তিত রেখেছে স্পেন। দ্বিতীয় স্থানে আর্জেন্টিনা, তৃতীয় ফ্রান্স এবং চার নম্বরে আছে ইংল্যান্ড।
