Thursday, November 20, 2025
Homeক্রিকেটমুশফিক-লিটনের সেঞ্চুরিতে রান পাহাড়ে বাংলাদেশ

মুশফিক-লিটনের সেঞ্চুরিতে রান পাহাড়ে বাংলাদেশ

আলোর যুগ স্পোর্টসঃ আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসটা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতোই। নিজের ঐতিহাসিক শততম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের অংশ হয়ে গেলেন মুশফিকুর রহিম। এখানেই শেষ নয়, তিন অঙ্ক ছুঁয়েছেন লিটন দাসও। দুই তারকা ক্রিকেটারের সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে রানের পাহাড় গড়ছে বাংলাদেশ। বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ১৪১.১ ওভারে ওভারে সব কয়টি উইকেট হারিয়ে ৪৭৬ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

গতকাল ৯৯ রানে অপরাজিত থাকা মুশফিক আজ দিনের শুরুতে হামফ্রিসের করা প্রথম ওভারটিতে কোনো রান নিতে পারেননি। তবে পরের ওভারে পেসার জর্ডান নিলের করা ওভারের তৃতীয় বলে এক রান নিয়ে মাইলফলকে পৌঁছান মুশফিক। শতক হাঁকিয়ে নিজের শততম টেস্ট ম্যাচ আরও রাঙিয়ে তুলেছেন তিনি। টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র ১১ জন ব্যাটার এই মাইলফলক স্পর্শ করেছেন। সবশেষ এই কীর্তি গড়লেন বাংলাদেশি ব্যাটার মুশফিক। এছাড়া টেস্ট ক্রিকেটের ইতিহাসে ৮৪তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেললেন মুশফিকুর রহিম। আর বাংলাদেশ ক্রিকেটে তিনিই প্রথম এই মাইলফলকে।

ঐতিহাসিক এই ম্যাচে সবার চোখ ছিল যখন মুশফিকের দিকে, তখন আড়ালে থেকে নিজের কাজটা ঠিকই করে গেছেন লিটন। পেয়েছেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। এটি প্রথম শ্রেণির ক্রিকেটে লিটনের শততম ম্যাচ। বিশেষ এই ম্যাচটি সেঞ্চুরি করে রাঙালেন লিটন। তিনি সর্বশেষ গত বছরের আগস্টে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন।

গতকাল বাংলাদেশ প্রথম দিনের খেলা শেষ করেছিল ২৯২ রানে ৪ উইকেট হারিয়ে। বড় সংগ্রহের শুরুটাও ভালো ছিল। ওপেনিংয়ে ৫২ রানের জুটি গড়েন সাদমান ইসলাম (৩৫) ও মাহমুদুল হাসান জয় (৩৪)। তিনে নেমে ফিফটি করে আউট হয়েছেন মমিনুল হক। ৬৩ রানে আউট হওয়ার আগে মুশফিকের সঙ্গ চতুর্থ উইকেটে ১০৭ রানের জুটি গড়েন তিনি। পরে নাজমুল হোসেন শান্ত নেমে ভালো করতে পারেননি। তিনি মাত্র ৮ রানে সাজঘরে ফেরেন।

এরপর লিটন দাস ক্রিজে নেমে মুশফিককে যোগ্য সঙ্গ দেন। পরে নিজের ক্যারিয়ারে শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করার পর ১০৬ রানে সাজঘরে ফিরেন মুশফিক। তার আউটের পর মিরাজকে নিয়ে এগোতে থাকেন লিটন দাস। একপর্যায়ে তার ইনিংস থামে ১২৮ রানে। পরে মিরাজও ৪৭ রানে আউট হন। শেষ পর্যন্ত ৪৭৬ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments