Thursday, November 20, 2025
Homeজেলার খবরট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৫৯৭ মামলা

আলোর যুগ প্রতিনিধিঃ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১৫৯৭ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বুধবার (১৯ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে।

ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-মতিঝিল বিভাগে ২২টি বাস, ২টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৬২টি সিএনজি ও ১৭৩টি মোটরসাইকেলসহ সহ মোট ৩৩৬টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২১টি বাস, ১২টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৬৮টি মোটরসাইকেলসহ মোট ১৫৫টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৫টি বাস, ১টি ট্রাক, ১১টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৬৮টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১টি বাস, ৫টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৫৬টি মোটরসাইকেলসহ মোট ১০৫টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-গুলশান বিভাগে ২৩টি বাস, ৬টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৩১টি সিএনজি ও ১৩৮টি মোটরসাইকেলসহ মোট ২৬০টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ১৪টি বাস, ৬টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৫৩টি সিএনজি ও ৯৩টি মোটরসাইকেলসহ মোট ২৭৭টি মামলা হয়েছে। ট্রাফিক-রমনা বিভাগে ৯টি বাস, ১টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ৪৪টি মোটরসাইকেলসহ মোট ১১৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ৬টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১০৩টি মোটরসাইকেলসহ মোট ১৭৭টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ২৬৭টি গাড়ি ডাম্পিং ও ১৩৯টি গাড়ি রেকার করা হয়েছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments