Tuesday, November 18, 2025
Homeজাতীয়সিটি ইউনিভার্সিটিতে প্রাণের স্পন্দন: বিষাদের ছায়া সরিয়ে 'ফ্ল্যাশমুভ - সিজন ৩' এর...

সিটি ইউনিভার্সিটিতে প্রাণের স্পন্দন: বিষাদের ছায়া সরিয়ে ‘ফ্ল্যাশমুভ – সিজন ৩’ এর জমকালো আয়োজন

জাভেদ মোস্তফা 🇧🇩

​সিটি ইউনিভার্সিটিতে প্রাণের স্পন্দন ও বিষাদের ছায়া সরিয়ে ‘ফ্ল্যাশমুভ সিজন ৩’ এর জমকালো আয়োজনের মাধ্যমে
সাভারের স্থায়ী ক্যাম্পাসে কালচারাল ক্লাবের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ফিরল উৎসবের আমেজ।

অনাকাঙ্ক্ষিত বিরতির পর শিক্ষার্থীদের মানসিক উদ্দীপনা ফিরিয়ে আনতে এবং ক্যাম্পাসে স্বাভাবিকতা পুনরুদ্ধার করতে সিটি ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ফ্ল্যাশমুভ – সিজন ৩’। সাভারের বিরুলিয়া খাগানে অবস্থিত সিটি ইউনিভার্সিটি প্রাঙ্গণে উৎসবমুখর হয়ে ওঠে এই জমকালো সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে, যা বিশ্ববিদ্যালয়ের কালচারাল ক্লাব-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়।
এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি প্রাথমিকভাবে গত ২৮ অক্টোবর আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত, ক্যাম্পাসে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা-কার্যক্রম এবং সহযোগী কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। দীর্ঘ বিরতির পর, কর্তৃপক্ষের সহায়তায় ও শিক্ষার্থীদের ঐকান্তিক আগ্রহে এই আয়োজনের নতুন তারিখ নির্ধারিত হয়।
​শিক্ষার্থীদের মনোবল ধরে রাখা এবং ক্যাম্পাসের পরিবেশ থেকে বিষাদের ছায়া মুছে ফেলাকেই এই অনুষ্ঠানের প্রধান লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেই লক্ষ্যেই আজ মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের অভ্যন্তরে এক প্রাণবন্ত পরিবেশে এই বহু প্রতীক্ষিত ফ্ল্যাশমুভ সফলভাবে মঞ্চস্থ হয়। শত শত শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনের মাত্রা কয়েকগুণ বাড়িয়ে তোলে।
​কর্তৃপক্ষ ও বিশিষ্টজনদের উপস্থিতি
​শিক্ষার্থীদের এই সৃজনশীল ও ইতিবাচক উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষকমণ্ডলী উপস্থিত থেকে উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর কাজী শাহাদাত কাবির, রেজিস্টার মির আখতার হোসেন, ডেপুটি রেজিস্ট্রার কাজী নুরা আলম, বিবিএ ডিপার্টমেন্ট ডিন প্রফেসর ড. জুলফিকর হাসান সহ বিভিন্ন বিভাগের সম্মানিত ফ্যাকাল্টি মেম্বারবৃন্দ এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ। কর্মকর্তাদের উপস্থিতি শিক্ষার্থীদের মনোবলকে আরও দৃঢ় করেছে বলে মন্তব্য করেন আয়োজকেরা।তারা জানান; “জীবনের গতিপথ ও ছন্দ ফিরিয়ে আনতে নৃত্য এবং সঙ্গীতের চেয়ে শক্তিশালী আর কিছু হতে পারে না। আমরা সম্মিলিতভাবে নাচ-গানকে হাতিয়ার করে অতীতের সব নেতিবাচকতা ভুলে সামনে এগিয়ে যেতে চাই।”
‘নাচ-গানকে হাতিয়ার করে স্মৃতি ভোলার প্রয়াস’আয়োজন প্রসঙ্গে কালচারাল ক্লাবের একজন প্রতিনিধি জানান, সাম্প্রতিক সময়ের বিষাদময় স্মৃতি ও হতাশা থেকে শিক্ষার্থীদের মনোযোগ সরাতে এবং একটি উৎসবমুখর পরিবেশ ফিরিয়ে আনতেই এই ইভেন্টের আয়োজন করা হয়েছে।
​ফ্ল্যাশমুভে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের ব্যতিক্রমী নৃত্য পরিবেশনা, মনোমুগ্ধকর গান এবং নাটকীয় স্কেচ প্রদর্শনের মাধ্যমে ক্যাম্পাসে এক ভিন্ন মাত্রা যোগ করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments