Monday, November 17, 2025
Homeআন্তর্জাতিকপাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতায় আগ্রহী রাশিয়া

পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতায় আগ্রহী রাশিয়া

আলোর যুগ প্রতিনিধিঃ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। রবিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভার বক্তব্য উদ্ধৃত করে এ খবর জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। ক্রেমলিনে এক সংবাদ সম্মেলনে জাখারোভা বলেন, আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করাই রাশিয়ার প্রধান অগ্রাধিকার। তিনি জানান, দুই দেশের মধ্যকার চাপ কমাতে শুক্রবার টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

জাখারোভা আফগান-পাকিস্তান সীমান্তে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তিকে স্বাগত জানান। তিনি পাকিস্তান ও আফগানিস্তানকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার হিসেবে উল্লেখ করে সতর্ক করেন যে, সীমান্ত উত্তেজনা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি তৈরি করতে পারে।

তিনি বলেন, এমন পরিস্থিতিতে কার্যকর মধ্যস্থতা টেকসই শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে জানায়, দ্বিপাক্ষিক বিরোধের স্থায়ী সমাধান শুধু সংলাপ ও আলোচনার মাধ্যমেই সম্ভব। দুই দেশকে সংযম দেখাতে, আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করতে এবং উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। রাশিয়া আরও উল্লেখ করেছে, পাকিস্তান ও আফগানিস্তানের বর্তমান উত্তেজনা আঞ্চলিক স্থিতিশীলতার বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তাই সংলাপের প্রক্রিয়া অব্যাহত রাখা অত্যন্ত জরুরি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments