Wednesday, November 12, 2025
Homeমহানগরএবার মিরপুরে বাসে আগুন

এবার মিরপুরে বাসে আগুন

আলোর যুগ প্রতিনিধিঃ রাজধানীর মিরপুরে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দুপুরে মিরপুর-১ নম্বরের সনি সিনেমা হলের সামনে ‘শতাব্দী পরিবহন’ নামের একটি বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে আসা কয়েকজন ব্যক্তি হঠাৎ বাসটির সামনের অংশে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে যাত্রী ও পথচারীরা আতঙ্কে চারদিকে ছুটোছুটি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডিএমপির শাহ আলী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রিপন বলেন,‘বাসে আগুন লাগানোর খবর পেয়ে পুলিশ টিম ঘটনাস্থলে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’ ঘটনার পর সনি সিনেমা হল ও আশপাশের এলাকায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments