
আলোর যুগ স্পোর্টসঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলেও ঘরের মাঠে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের পর বাংলাদেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক র্যাঙ্কিংয় পরিস্থিতি পুরোপুরি সন্তোষজনক নয়। তবে সাম্প্রতিক টি-টোয়েন্টি সিরিজে কিছু ইতিবাচক সংযোজন দেখা গেছে।
টি-টোয়েন্টি বোলারদের মধ্যে শেখ মেহেদী ৬ ধাপ উন্নতি করে ১৮তম স্থানে অবস্থান করছেন, আর তানজিম হাসান সাকিব ৩ ধাপ এগিয়ে ৩৪তম স্থানে পৌঁছেছেন। এছাড়া ওপেনার তানজিদ তামিম ২০ ধাপ উন্নতি করে ক্যারিয়ারসেরা ১৭তম স্থানে (৬৩৬ রেটিং) উঠে এসেছেন। তিন ম্যাচে ৫৫ গড়ে ১৬৫ রান করা তানজিদ এই ফরম্যাটে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ র্যাঙ্কিং অর্জন করেছেন।
অন্যদিকে সিরিজে ব্যাট হাতে ব্যর্থ হওয়ায় সাইফ হাসান, তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও জাকের আলি র্যাঙ্কিংয়ে কিছুটা পিছিয়েছেন। টি-টোয়েন্টি বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদও সামান্য অবস্থান হ্রাস পেয়েছে।
ওয়ানডে র্যাঙ্কিংয়ে তাওহিদ হৃদয় ৩ ধাপ উন্নতি করে ৩২তম এবং নাজমুল হোসেন শান্ত ১ ধাপ এগিয়ে ৪১তম স্থানে অবস্থান করছেন। তবে সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, জাকের আলি ও লিটন দাস সামান্য পিছিয়েছেন। ওয়ানডে বোলারদের মধ্যে মিরাজ ১ ধাপ পিছিয়ে ১৮তম, তাসকিন ২ ধাপ পিছিয়ে ৪২তম এবং মুস্তাফিজ ১ ধাপ পিছিয়ে ৬১তম স্থানে অবস্থান করছেন।
