Monday, November 3, 2025
Homeআন্তর্জাতিকজেলেদের সঙ্গে মাছ ধরছেন রাহুল গান্ধী, ভিডিও ভাইরাল

জেলেদের সঙ্গে মাছ ধরছেন রাহুল গান্ধী, ভিডিও ভাইরাল

আলোর যুগ প্রতিনিধিঃ নৌকায় চড়ে যাচ্ছিলেন জেলেদের সঙ্গে কথা বলতে। হঠাৎ তিনি নৌকা থেকে নেমে পড়লেন পানিতে। একটু একটু করে এগিয়ে গেলেন জেলেদের দিকে। পরে তাদের সঙ্গে জাল টেনে মাছও ধরলেন।

ভারতের বিহারের বেগুসরাইয়ে নির্বাচনি প্রচারের ফাঁকে এমন কাণ্ড করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভিডিওতে রাহুল গান্ধীকে তার স্বভাবসিদ্ধ সাদা টি-শার্ট ও কালো প্যান্টে দেখা গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। জানা গেছে, রবিবার বেগুসরাইয়ে জেলেদের সঙ্গে কথা বলতে নৌকায় ওঠেন রাহুল। এ ঘটনার সময় তার সঙ্গে ছিলেন বিকাশশীল ইনসান পার্টির (ভিআইপি) সভাপতি ও রাজ্যের সাবেক মন্ত্রী মুকেশ সহনি। মুকেশ বলেন, রাহুল গান্ধীর এই পদক্ষেপকে কেবল ভোটপ্রচার বললে ভুল হবে। তিনি বিহারের মাটির সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করেছেন।

অন্যদিকে, মুকেশ সহনিও গেঞ্জি-অন্তর্বাস পরেই মাছ ধরতে নেমে যান। ‘মল্লাহপুত্র’ নামে পরিচিত মুকেশ জেলে সম্প্রদায়ের প্রতিনিধি। তিনি একসময় বলিউডের সেট ডিজাইনার হিসেবেও কাজ করেছেন। জেলেদের সঙ্গে রাহুল গান্ধীর মাছ ধরার ভিডিওটি নিজেদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে কংগ্রেস। ভিডিওর বিবরণীতে লেখা হয়েছে, ‘এটা সত্যিকারের পুকুর!’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments