Monday, November 3, 2025
Homeজাতীয়সাংবাদিকদের চুপ করালে সবার কণ্ঠ থেমে যায়: জাতিসংঘ মহাসচিব

সাংবাদিকদের চুপ করালে সবার কণ্ঠ থেমে যায়: জাতিসংঘ মহাসচিব

আলোর যুগ প্রতিনিধিঃ যখন সাংবাদিকদের চুপ করানো হয়, তখন সবার কণ্ঠ থেমে যায়— এমন মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

রবিবার (২ নভেম্বর) সাংবাদিকদের ওপর সংঘটিত অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

গুতেরেস বলেন, “সত্য অনুসন্ধানের পথে সাংবাদিকরা যেসব ঝুঁকি নিচ্ছেন, তা প্রতিনিয়ত বাড়ছে। তারা মৌখিক নির্যাতন, আইনগত হুমকি, শারীরিক হামলা, কারাবাস, নির্যাতন, এমনকি মৃত্যুর মুখোমুখি হচ্ছেন।”

তিনি বিশ্বব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে বলেন, “চলুন একসঙ্গে দাঁড়াই, সাংবাদিকতার স্বাধীনতার জন্য লড়াই করি, দায়বদ্ধতার দাবি জানাই। যারা ক্ষমতার সামনে সত্য বলছেন, তারা যেন ভয় ছাড়া তা করতে পারেন।”

জাতিসংঘ মহাসচিব আরও বলেন, সাংবাদিকরা গণতন্ত্রের রক্ষক। তাদের কণ্ঠ স্তব্ধ হলে সাধারণ মানুষের কণ্ঠও স্তব্ধ হয়ে যায়।

প্রতি বছর ২ নভেম্বর সাংবাদিকদের ওপর সংঘটিত অপরাধের দায়মুক্তি অবসানের আন্তর্জাতিক দিবস পালন করে জাতিসংঘ। এই দিবসের উদ্দেশ্য হলো সাংবাদিকদের নিরাপত্তা, স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments