
সাভারে গুলাগুলির পর দুইটি সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র সহ ৭ জন গ্রেফতার। 
জাভেদ মোস্তফা 🇧🇩
  দীর্ঘদিন ধরে সাভারের আশুলিয়ার গাজীরচট ও কান্দাইল এলাকায় কিছু অস্ত্রধারী এবং মাদক ব্যবসায়ীরা গুলাগুলি করে এলাকায় আতংক সৃষ্টি করে এলাকায় প্রভাববিস্তার সহ মাদক ব্যাবসা পরিচালনা করে আসছিল। আজ শুক্রবার সকালে জামগড়া সেনা ক্যাম্প থেকে জানানো হয়, গত বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গাজীর চট এলাকায় আকস্মাত পাঁচ রাউন্ড গুলির শব্দ শুনতে পাওয়া যায় যা সম্পূর্ণ এলাকার মানুষকে ভীত সন্ত্রস্ত করে তোলে। উক্ত ঘটনার খবর জামগড়া  আর্মি ক্যাম্পে জানানো হলে, জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল অতি দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এলাকাবাসীর নিকট থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ঘটনাস্থল থেকে সর্বমোট চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল।  পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তির মাধ্যমে পুলিশসহ তল্লাশি করলে, মেহেদী হাসান মিঠুন নামের এক ব্যক্তি একটি বিদেশি পিস্তল  (এমোনেশন) সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য  ৩০৪০ পিছ ইয়াবা, ৭০০ গ্রাম গাজা ইত্যাদি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র এবং অপরাধ কাজে ব্যবহৃত দ্রব্য সামগ্রীর লুকায়িত স্থান দেখিয়ে দেয়।  পরবর্তীতে আজ সকালে আটককৃত আসামি এবং বিভিন্ন উদ্ধারকৃত জিনিসপত্র আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,মেহেদী হাসান মিঠুন (২৪), গাজীরচট, আশুলিয়া।মোঃ মোজাম্মেল ভূঁইয়া (৪৪), গাজীরচট, আশুলিয়া। মোঃ জাহিদুল আলম (২৪), রাণীনগর, চাঁপাইনবাবগঞ্জ এবং মাসুমা আক্তার রিয়া (২৩), মধ্য গাজীরচট, আশুলিয়ার অধিবাসী। 
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে আরো রয়েছ,৮ রাউন্ড পিস্তল গুলি, ২টি পিস্তল ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ,১৬টি পিস্তলের কার্তুজ, ৪টি দেশি অস্ত্র (চাপাতি, ছুরি)১টি শটগানের বাটস্টক, ১টি হকি স্টিক, ৪ লিটার বিদেশি মদ,২টি ইলেকট্রিক শকার এবং অপরাধ সংক্রান্ত রেকর্ডযুক্ত ১৩টি মোবাইল ফোন এবং ৩টি ওয়াকি-টকি।
আশুলিয়া আর্মি ক্যাম্প এর অধিনায়ক লে: কর্নেল সজিবুল ইসলাম আলোর যুগকে জানান,
আসামীরা তাদের সহযোগীদের সাথে নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব তৈরি করেছিল। গত রাতে
অবৈধ অস্ত্রের ফায়ারিং এর মাধ্যমে ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারে রাতভর সেনা অভিযান  চালানোর পর তাদের গ্রেফতার ও বিপুল পরিমান অস্ত্র  ও গোলাবারুদ ও মাদক দ্রব্য উদ্ধার করে আশুলিয়া থানায় হস্তান্তর  করা হয়। এ ঘটনার পর আশুলিয়ার  গাজীরচট  এলাকার জনগণের মধ্যে স্বস্তি এবং নিরাপত্তা বিরাজ করছে।
একই সাথে জামগড়া আর্মি ক্যাম্পের অন্য একটি অভিযানে বিদেশি-দেশি অস্ত্র ও বিপুল মাদকসহ গ্রেপ্তার  ৩ জনকে  আটক করা হয়েছে।
আশুলিয়ার জামগড়া আর্মি ক্যাম্পের একটি টিম কান্দাইলের রাজা-বাদশা মার্কেট  এলাকায় কিছু অবৈধ অস্ত্রধারী তাদের সহযোগীদের সাথে নিয়ে এলাকায় অবৈধ অস্ত্রের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিল। বিষয়টি জামগড়া আর্মি ক্যাম্পের গোচরীভূত হলে আজ শুক্রবার ভোর রাতে জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল সন্ত্রাসীদের আস্তানায় একাধিক অভিযান পরিচালনা করে। 
অভিযানে ঘটনাস্থল থেকে সর্বমোট তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয় জামগড়া আর্মি ক্যাম্পের সেনাদল।  পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের স্বীকারোক্তির মাধ্যমে পুলিশসহ তল্লাশি করলে, একটি পিস্তল, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র এবং অপরাধ কাজে ব্যবহৃত দ্রব্য সামগ্রী উদ্ধার করা হয়।আটককৃত আসামি এবং বিভিন্ন উদ্ধারকৃত জিনিসপত্র আশুলিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।  এই অভিযানে গ্রেফতারকৃত রা হচ্ছেন,  নায়ন আলী (১৮), জামিরা হাটপাড়া, রাজশাহী, বাবর হোসেন (বাবলু) (৪৫), কন্দাইল, আশুলিয়া, মোঃ গোলাম রাব্বি (১৮), ফুলবাড়ী, বগুড়া।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, ১টি পিস্তল, ১টি দেশি অস্ত্র,২০০ গ্রাম গাঁজা,অপরাধ সংক্রান্ত রেকর্ডযুক্ত ২ টি মোবাইল ফোন। এরা অবৈধ অস্ত্রের মাধ্যমে ত্রাস সৃষ্টিকরে আসছল
 বলে আর্মি ক্যাম্প কমান্ডার লে: কর্নেল সজিবুল ইসলাম জানিয়েছেন।
আশুলিয়া থানার ডিউটি অফিসার জানান, আক অস্ত্র সহ  ৭ জনকে সেনা ক্যাম্প থেকে থানায় হস্তান্তর করা হয়েছে।  তাদের বিরুদ্ধে পৃথক দুইটি মামলায় আজ শুক্রবার  আদালতে পাঠানো হচ্ছ।
৩১/১২/২৫
