Sunday, October 26, 2025
Homeআন্তর্জাতিকইরাকে তেলের খনিতে অগ্নিকাণ্ডে নিহত ২

ইরাকে তেলের খনিতে অগ্নিকাণ্ডে নিহত ২

আলোর যুগ প্রতিনিধিঃ ইরাকের জুবাইর তেলক্ষেত্রে একটি তেল পাইপলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত দু’জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচ শ্রমিক।

কর্মকর্তারা জানান, অগ্নিকাণ্ডের সময় শ্রমিকরা পাইপলাইনের পাশে ওয়েল্ডিং কাজ করছিলেন। আহতদের মধ্যে কেউ কেউ গুরুতর দগ্ধ এবং সংকটাপন্ন অবস্থায় রয়েছেন, যা ভবিষ্যতে আরও মৃত্যুর ঝুঁকি তৈরি করতে পারে।

পাইপলাইনটি জুবাইর ক্ষেত্র থেকে নিকটবর্তী স্টোরেজ ট্যাংক পর্যন্ত ক্রুড তেল পরিবহন করে। তেলক্ষেত্রের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নিকাণ্ড তেল উৎপাদন বা সরবরাহে প্রভাব ফেলেনি এবং বর্তমান উৎপাদন ৪,০০,০০০ ব্যারেল প্রতি দিন বজায় রয়েছে।

তবে, অগ্নিকাণ্ড দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে কিছু লোডিং অপারেশন আংশিকভাবে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফায়ারফাইটাররা আগুন নেভানোর চেষ্টা করছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments