Monday, October 20, 2025
Homeঅপরাধকমলাপুর স্টেশনে ছুরি হাতে ভাইরাল সেই যুবক গ্রেফতার

কমলাপুর স্টেশনে ছুরি হাতে ভাইরাল সেই যুবক গ্রেফতার

আলোর যুগ প্রতিনিধিঃ কমলাপুর রেল স্টেশনে ছুরি হাতে ভাইরাল হওয়া শাহ আলী সিকদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ বিশ্বাস।

তিনি জানান, কমলাপুর রেলওয়ে স্টেশনে গত ১৬ তারিখ ছুরি হাতে একটি ছবি তুলে ভাইরাল হন শাহ আলী সিকদার। রবিবার রাতে অভিযান চালিয়ে গাজীপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, শাহ আলীর ছুটি হাতের ভিডিও ১৫ অক্টোবর রাতে ফেসবুকে এক যাত্রী পোস্ট করার পর দ্রুতই তা ছড়িয়ে পড়ে। ফুটেজে দেখা যায়, এক যুবক স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ধূমপান করছেন এবং কাপড়ে মোড়ানো একটি ছুরি কোমড় বের করে তা প্রকাশ্যে প্রদর্শন করছেন। কিছুক্ষণ পর তিনি ছুরিটি আবার কাপড়ে মুড়ে কোমরে গুঁজে নেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments