Monday, October 20, 2025
Homeবিনোদনমাত্র দুই সপ্তাহে ৫০০ কোটির মাইলফলক ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’র

মাত্র দুই সপ্তাহে ৫০০ কোটির মাইলফলক ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’র

আলোর যুগ প্রতিনিধিঃ মাত্র দুই সপ্তাহেই দক্ষিণ ভারতের আলোচিত সিনেমা ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’ বক্স অফিসে তুমুল সাড়া ফেলেছে। ঋষভ শেঠি পরিচালিত পৌরাণিক অ্যাকশনধর্মী এই ছবিটি এখন পর্যন্ত আয় করেছে ৫০০ কোটিরও বেশি রুপি, যা এ বছরের অন্যতম বড় বাণিজ্যিক সফলতা হিসেবে বিবেচিত হচ্ছে।

চলচ্চিত্র বিশ্লেষক সংস্থা স্যাকনিলক জানিয়েছে, মুক্তির ১৫তম ও ১৬তম দিনে ছবিটি আয় করেছে যথাক্রমে ৮.৮৫ কোটি ও ৮.৮৫ কোটি রুপি। ১৭তম দিনে, অর্থাৎ শনিবারে, আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১২.৫০ কোটি রুপিতে। সব মিলিয়ে ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’-এর মোট আয় এখন ৫০৬ কোটিরও বেশি। বিশ্লেষকদের মতে, দীপাবলি উৎসবের সময় এই আয় আরও কয়েক ধাপ উপরে উঠবে।

২০২২ সালের জনপ্রিয় সিনেমা ‘কান্তারা: আ লিজেন্ড’–এর আগের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে এই প্রিক্যুয়েলটি। হোম্বলে ফিল্মস প্রযোজিত এই ছবির প্রযোজক বিজয় কিরাগান্দুর ও চালুভে গৌড়া। এতে ঋষভ শেঠির পাশাপাশি অভিনয় করেছেন রুক্মিণী বসন্ত, জয়রাম ও গুলশান দেব্যায়া। নির্মাতাদের দাবি, বিশ্বব্যাপী ছবিটির মোট আয় ইতোমধ্যেই ৭০০ কোটির ঘর ছাড়িয়েছে।

এর আগে, ‘কান্তারা’ সিরিজের প্রদর্শনীতে দেবতার উপাসনা সংক্রান্ত দৃশ্য নিয়ে দর্শকদের মধ্যে উৎসাহ-উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। অনেক স্থানে সিনেমা শোয়ের সময় ভক্তরা নাচ, স্লোগান ও ভক্তিগীতের মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেন। অন্যদিকে, ২১ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দানা, নওয়াজউদ্দিন সিদ্দিকি ও পরেশ রাওয়াল অভিনীত হরর কমেডি সিনেমা ‘থাম্মা’। বিশ্লেষকদের ধারণা, এটি ‘কান্তারা চ্যাপ্টার ওয়ান’-এর সঙ্গে বক্স অফিসে বড় প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments