জাভেদ মোস্তফা 🇧🇩
সাভারে আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সংসদীয় বিতর্ক প্রতিযোগীতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ
বৃহস্পতিবার দুপুরে সাভার সেনানিবাসস্হ সেনা পাবলিক স্কুল ও কলেজের অডিটোরিয়ামে কেন্দ্রীয় পর্যায় ফাইনালের এ পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক (বাংলা মাধ্যম) প্রতিযোগীতায় ফাইনাল পর্বে কলেজ শাখায় ২-১ ব্যালটে ৮১৯.৫ নম্বর পেয়ে বিজয়ী হয় আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। এছাড়াও কলেজ শাখায় আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সারা তাসনিম সেরা বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল পর্বে কলেজ শাখায় ১-২ ব্যালটে ৮১৩.৫ নম্বর পেয়ে রানার্স আপ হয় সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
অপরদিকে, আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক (বাংলা মাধ্যম) প্রতিযোগীতায় ফাইনাল পর্বে স্কুল শাখায় ২-১ ব্যালটে ৮১২ নম্বর পেয়ে বিজয়ী হয় রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। এছাড়াও স্কুল শাখায় রংপুর ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজের শিক্ষার্থী নুজহাত তারানুম হোসেন সেরা বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল পর্বে স্কুল শাখায় ১-২ ব্যালটে ৭৯৫.৫ নম্বর পেয়ে রানার্স আপ হয় ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ।
সেনা পাবলিক স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ৯ আর্টিলারী ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ হোসেন পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
আন্তঃক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ সংসদীয় বিতর্ক প্রতিযোগীতার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল বিতর্ক প্রতিযোগীতা গত ১২ অক্টোবর থেকে শুরু হয়ে ১৬ অক্টোবর পর্যন্ত নির্ধারন করা হয়। পরবর্তীতে বিতর্ক প্রতিযোগীতা ফাইনাল অনুষ্ঠিত হয়। ৯ টি এরিয়া/জোন থেকে শ্রেষ্ঠ ১২টি স্কুল ও ১২টি কলেজের সমন্বয়ে ১২ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত কয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়।
২০২৪ সাল থেকে “কেন্দ্রীয় বিতর্ক প্রতিযোগীতা” ঢাকার বাইরে অনুষ্ঠিত হওয়ার ধারাবাহিকতার আলোকে ২০২৫ সালে এরিয়া সদর দপ্তর সাভারের সার্বিক তত্ত্বাবধানে সাভার সেনা পাবলিক স্কুল ও কলেজ এ বিতর্ক প্রতিযোগীতার শেষ আয়োজন করে।