Thursday, October 2, 2025
Homeআন্তর্জাতিকএবার প্রকাশ্যে এলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, জানালেন 'পালাবেন না'

এবার প্রকাশ্যে এলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, জানালেন ‘পালাবেন না’

আলোর যুগ প্রতিনিধিঃ নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস না পেরুতেই আবার প্রকাশ্যে এসেছেন। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিলেও দেশ থেকে পালাবেন না।

গতকাল শনিবার (২৭ সেপ্টেম্বর) অলি তাঁর রাজনৈতিক দলের যুব সংগঠন গুন্ডু আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি প্রশ্ন রেখে বলেন, “আপনারা মনে করেন আমরা এই ভিত্তিহীন সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাব?”

‘দেশ গড়ব আমরা’

নিজ দলের কর্মীদের উদ্দেশে অলি বলেন, “আমরাই এ দেশকে গড়ব। আমরা দেশকে আবারও সংবিধানের মূলধারায় নিয়ে আসব। আমরা দেশকে শান্তিতে এবং সুশাসনে ফিরিয়ে আনব।”

সেনাবাহিনীর সহায়তায় রক্ষা

প্রায় ১৮ দিন আগে জেন-জির আন্দোলনের মুখে সেনাবাহিনীর সহায়তায় রক্ষা পান অলি। এতদিন আড়ালে থাকলেও গতকাল তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে আসেন।

সহিংসতার অভিযোগ

অলি অভিযোগ করেন, সাম্প্রতিক গণঅভ্যুত্থানে গঠিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে আসেনি, বরং সহিংসতা ও ভাঙচুরের মাধ্যমে ক্ষমতায় এসেছে।

ষড়যন্ত্রের অভিযোগ প্রত্যাখ্যান

তিনি দাবি করেন, তিনি কোনো ষড়যন্ত্রে জড়িত ছিলেন না। বরং অন্তর্বর্তী প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, আন্দোলনের সময় প্রশাসনের উদ্দেশে তিনি কী কী নির্দেশনা দিয়েছেন, সেই রেকর্ডিং যেন প্রকাশ করা হয়।

পাসপোর্ট জব্দের প্রস্তুতি

এদিকে সুশীলা কার্কির সরকার কেপি শর্মা অলি ছাড়াও তাঁর সরকারের অনেক সাবেক মন্ত্রীর পাসপোর্ট জব্দের প্রস্তুতি নিচ্ছে। এ প্রসঙ্গে অলি অভিযোগ করেছেন, এর মাধ্যমে তাঁর অধিকার ক্ষুণ্ণ করা হবে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments