আলোর যুগ স্পোর্টসঃ টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক রেকর্ড গড়ার দ্বারপ্রান্তে টাইগার অধিনায়ক লিটন দাস। আজ শনিবার শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব। প্রথম দিনই শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে মাত্র ১৯ রান করলেই অলরাউন্ডার সাকিব আল হাসানকে টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক হবেন লিটন।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক সাকিব। ২০০৬ সালে অভিষেক হওয়ার পর ১২৯ ম্যাচের ১২৭ ইনিংসে ২৩ দশমিক ১৯ গড় এবং ১২১ দশমিক ১৮ স্ট্রাইক রেটে ২ হাজার ৫৫১ রান করেছেন তিনি। এ তালিকায় দ্বিতীয় স্থানে আছেন লিটন। এখন পর্যন্ত ১১৩ ম্যাচের ১১১ ইনিংসে ২ হাজার ৫২৪ রান করেছেন তিনি। ২০১৫ সালে টি-টোয়েন্টি অভিষেক হওয়া লিটনের গড় ২৩ দশমিক ৮৯ এবং স্ট্রাইক রেট ১২৬ দশমিক ৪৬।
চলতি এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৫৯ রানের ইনিংসের পর শেষ দুই ম্যাচে শ্রীলংকা ও আফগানিস্তানে বিপক্ষে যথাক্রমে ২৮ ও ৯ রান করেন লিটন। সম্প্রতি সাকিবকে টপকে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির মালিক হন লিটন। সাকিবের ১৩ হাফ-সেঞ্চুরির রেকর্ড ভাঙ্গেন তিনি। বর্তমানে বাংলাদেশ অধিনায়ক লিটনের অর্ধশতক ১৫টি।
এছাড়াও চলতি এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ছক্কার মালিক হন লিটন। এক্ষেত্রে সাবেক ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদকে পেছনে ফেলেন তিনি। ১৪১ ম্যাচে মাহমুদুল্লাহর ছক্কা ৭৭টি। ১১৩ ম্যাচে লিটন ছক্কা মেরেছেন ৭৮টি।