Saturday, September 20, 2025
Homeআন্তর্জাতিকভেনেজুয়েলার আরেকটি ‘মাদকবাহী’ নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

ভেনেজুয়েলার আরেকটি ‘মাদকবাহী’ নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

আলোর যুগ প্রতিনিধিঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলা থেকে আসা আরও একটি মাদকবাহী নৌযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী হামলা চালিয়েছে। হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

স্থানীয় সময় শুক্রবার রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নৌযানটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল এবং এটি পরিচিত একটি মাদকপাচার রুট ব্যবহার করছিল। গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে যে এটি অবৈধ মাদক বহন করছিল।

তিনি আরও জানান, হামলাটি যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড–এর আওতাধীন অঞ্চলে চালানো হয়েছে, যা দক্ষিণ ও মধ্য আমেরিকার ৩১টি দেশ এবং ক্যারিবীয় অঞ্চলজুড়ে বিস্তৃত। ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে। এতে মার্কিন সেনাদের কেউ হতাহত হয়নি।

চলতি মাসে ভেনেজুয়েলা থেকে যাত্রা করা সন্দেহভাজন মাদকপাচারকারী নৌযানের ওপর এটি ছিল যুক্তরাষ্ট্রের তৃতীয় হামলা। এর আগেও দুটি নৌযানে হামলা চালানো হয়েছিল, যেগুলোতে অবৈধ মাদক পরিবহনের অভিযোগ ছিল। তবে সর্বশেষ এই হামলা নিয়ে ভেনেজুয়েলার পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments