Thursday, September 18, 2025
Homeবিনোদননতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন

নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন

আলোর যুগ বিনোদনঃ অর্থহীন ব্যান্ডের ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবামের কাজ অনেকটা গুছিয়ে আনা হয়ে গেছে। অ্যালবামটি আসছে অক্টোবরে। এই অ্যালবাম মুক্তির পর প্রথমবারের মত সংগীতসফরে যুক্তরাষ্ট্রে যাবে দলটি। ব্যান্ডের ম্যানাজার এহসানুল হক টিটো অ্যালবাম মুক্তির এই খবর দিয়ে বলেছেন, এ বিষয়ে বিস্তারিত জানাতে শিগগিরই সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

প্রায় এক মাসের যুক্তরাষ্ট্র সফরের কথা জানিয়ে টিটো বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে কনসার্টের কথা চলছিল; কিন্তু সুমনের (বেজবাবা সুমন) অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র সফর দিয়ে অর্থহীনের আবারও বিদেশযাত্রা শুরু হচ্ছে। আমাদের এই সফর শুরু হবে অক্টোবরের ২৫ থেকে বোস্টন শহর দিয়ে।

তিনি আরও জানান, এরপর ১ নভেম্বর ভার্জিনিয়া, ২ নভেম্বর নিউ ইয়র্ক, ১৪ নভেম্বর হিউস্টন, ১৬ নভেম্বর ডালাস এবং ২২ নভেম্বর ইন্ডিয়ানায় গান শোনাবে অর্থহীন। এই সফরে আরও কয়েকটি শো যুক্ত হতে পারে। ‘অর্থহীন’ ব্যান্ডের প্রধান বেজিস্ট ও ভোকাল সাইদুস সালেহীন খালেদ সুমন। যিনি ‘বেজবাবা’ নামে পরিচিত। অর্থহীনের বর্তমান লাইনআপে আরও রয়েছেন মার্ক ডন (ড্রামস)।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments