Thursday, September 18, 2025
Homeখেলাশেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল

শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল

আলোর যুগ স্পোর্টসঃ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শেষ মুহূর্তের নাটকীয় গোলে অধিনায়ক ও ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইকের গোলে অ্যাতলেটিকো মাদ্রিদকে হারাল লিভারপুল। বুধবার (সেপ্টেম্বর) রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে অ্যাতলেটিকোকে ২-৩ পরাজিত করেছে ইংলিশ জায়ান্ট লিভারপুল।

ঘরের মাঠে ম্যাচ শুরুর চতুর্থ মিনিটে মোহামেদ সালাহর নেওয়া নিচু ফ্রি কিকে আলতো এক ছোঁয়ায় বলের দিক পাল্টে দেন অ্যান্ডি রবার্টসন। দুর্দান্ত শুরুর দুই মিনিট পর দারুণ নৈপুণ্যে ব্যবধান বাড়ান সালাহ। বল পায়ে কারিকুরি করে রায়ান খাফেনবেখকে বাড়িয়ে ডি-বক্সে ঢুকে পড়েন তিনি, এরপর ফিরতি পাস ধরে প্রতিপক্ষের তিন জনের চ্যালেঞ্জ সামলে নিচু শটে গোলটি করেন মিশরের ফরোয়ার্ড।

১৫ মিনিট পর গোল হতে পারতো আরেকটি; তবে এবার তার জোরাল কোনাকুনি শট দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। লিভারপুলের জার্সিতে প্রথম খেলতে নামা আলেকসান্দার ইসাকের ৪১তম মিনিটে নেওয়া শট ঠেকিয়ে দেন ওবলাক। পরের মিনিটে ডি-বক্সে দারুণ পজিশনে থেকেও ওবলাকের চ্যালেঞ্জের মুখে হতাশ করেন ফ্লোহিয়ান ভিয়েৎস।

এরপরই একটি গোল শোধ করে লড়াইয়ে ফেরে অ্যাতলেটিকো। জাকোমো রাসপাদোরির পাস ডি-বক্সে পেয়ে কোনাকুনি শটে আলিসনকে পরাস্ত করেন মার্কোস ইয়োরেন্তে। এটা ছিল লক্ষ্যে তাদের দ্বিতীয় শট। দারুণ গোছানো এক পাল্টা-আক্রমণে ৬৫তম মিনিটে নিশ্চিত গোলের সুযোগ পেয়েও হতাশ হতে হয় সালাহকে। ভিয়েৎসের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে তার নেওয়া শট বাধা পায় পোস্টে।

ওই ব্যর্থতা অনেক বড় হয়ে ওঠে পরে, ৮১তম মিনিটে ইয়োরেন্তের দর্শনীয় গোলে। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে সমতা টানেন স্প্যানিশ মিডফিল্ডার। পয়েন্ট হারানোর শঙ্কায় যেন মরিয়া হয়ে ওঠে লিভারপুল। টানা আক্রমণে পরপর কয়েকটি কর্নার পায় তারা। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে তেমনই এক কর্নারে হেডে দলের তিন পয়েন্ট নিশ্চিত করেন অধিনায়ক ও ডাচ ডিফেন্ডার ফন ডাইক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments