Wednesday, September 10, 2025
Homeজেলার খবরসর্বোচ্চ ভোটে বিজয়ী ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী তামান্না

সর্বোচ্চ ভোটে বিজয়ী ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রী তামান্না

আলোর যুগ প্রতিনিধিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সদস্য পদে সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন সাবিকুন নাহার তামান্না। তিনি ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার পর সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। তামান্না মোট ১০ হাজার ৮৪ ভোট পেয়ে এবারের নির্বাচনে সদস্য পদে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রী সংস্থার সভানেত্রীর দায়িত্ব পালন করছেন।

এর আগে নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রচারণা বোর্ড ভাঙচুর করা হয়। এ সময় কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বলেন, এটি নারীর পোশাক স্বাধীনতা ও নারীর প্রতি বিদ্বেষী মনোভাবের বহিঃপ্রকাশ। নিজেও সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়ে তামান্না লিখেছিলেন— “স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামব না।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments