Wednesday, September 10, 2025
Homeখেলাবিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলের ইতিহাসে রোনালদো

বিশ্বকাপ বাছাইয়ে সর্বোচ্চ গোলের ইতিহাসে রোনালদো

আলোর যুগ স্পোর্টসঃ বয়স যেন শুধুই সংখ্যা! ফুটবল মাঠে আরও একবার তা প্রমাণ করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে হাঙ্গেরির বিপক্ষে ৩-২ গোলের নাটকীয় জয়ে এক নতুন রেকর্ড গড়লেন এই পর্তুগিজ মহাতারকা। রোনালদো এখন বিশ্বকাপ বাছাইপর্বের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। আগের ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর, হাঙ্গেরির বিরুদ্ধেও একবার জালে বল জড়ান তিনি।

এত দিন পর্যন্ত এককভাবে শীর্ষে ছিলেন গুয়াতেমালার কার্লোস রুইজ। বিশ্বকাপ বাছাইয়ে তাঁর গোল ৪৭ ম্যাচে ৩৯টি। রোনালদো তাঁর সমান গোল করলেন ৪৯ ম্যাচ খেলে। রোনালদোর সামনে সুযোগ আছে এককভাবে শীর্ষে ওঠার। বিশ্বকাপ বাছাইয়ে আরও কিছু ম্যাচ খেলার সুযোগ আছে তাঁর। আজকের গোলটি আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর ১৪১ নম্বর গোল। জাতীয় দল ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে তাঁর গোলসংখ্যা ৯৪৩।

রুদ্ধশ্বাস এই ম্যাচে হাঙ্গেরির হয়ে লড়েছেন দমিনিক সোবোসলাই, তবে তার পারফরম্যান্স ছাপিয়ে শেষ হাসি হাসে পর্তুগাল। ম্যাচের শেষ দিকে রোনালদোর দারুণ এক পাস থেকেই আসে জয়সূচক গোল। এই জয়ে বাছাইয়ের ‘এফ’ গ্রুপের শীর্ষে উঠেছে পর্তুগাল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments