Wednesday, September 10, 2025
Homeখেলামলদোভার জালে নরওয়ের ১১ গোল, হলান্ড একাই ৫

মলদোভার জালে নরওয়ের ১১ গোল, হলান্ড একাই ৫

আলোর যুগ স্পোর্টসঃ ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপীয় অঞ্চলের ‘আই’ গ্রুপে মঙ্গলবার রাতে এক অভাবনীয় গোল উৎসবে মেতে ওঠে নরওয়ে। ওসলোর হোম গ্রাউন্ডে মলদোভার বিপক্ষে ১১-১ গোলের বিশাল জয় তুলে নেয় তারা। দলের জয়ে একাই ৫ গোল করেন আর্লিং হলান্ড।

ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৫৪তম অবস্থানে থাকা মলদোভার বিপক্ষে ৩৩তম অবস্থানে থাকা নরওয়ে যে প্রভাব বিস্তার করবে তা আগে থেকেই অনুমেয় ছিল, তবে ১১ গোলের ব্যবধান রীতিমতো চমকে দিয়েছে ফুটবল বিশ্বকে। মলদোভার একমাত্র গোলটি আসে নরওয়ের লিও অস্টিগার্ডের আত্মঘাতী শটে।

ম্যাচের প্রথম হাফেই পাঁচ গোল হজম করে মলদোভা। দ্বিতীয় হাফে মলদোভার জালে আরও ছয় গোল দেয় তারা। আর্লিং হলান্ড করেন ৫ গোল। চারটি গোল করেছেন থেলো আসগার্ড। আর একটি করে গোল করেছেন মার্টিন ওডেগার্ড এবং ফেলিক্স হর্ন মাইহরে।

এই জয়ে ৫ ম্যাচে ৫ জয় নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে রয়েছে নরওয়ে, অন্যদিকে ৫ ম্যাচে কোনো পয়েন্ট না পাওয়ায় গ্রুপের তলানিতে রয়েছে মলদোভা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments