Wednesday, September 10, 2025
Homeআন্তর্জাতিককাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

কাতারে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের

আলোর যুগ প্রতিনিধিঃ দোহায় ইসরায়েলের হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে কাতারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া এবং অযথা চলাফেরা থেকে বিরত থাকার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

এতে আরও বলা হয়, কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সেখানকার সরকার ঘোষিত নির্দেশনা ও বিবৃতি মেনে চলতে হবে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড করা আইনবিরুদ্ধ বলে প্রবাসীদের সতর্ক করে দূতাবাস।

জরুরি প্রয়োজনে প্রবাসীরা দূতাবাসের হটলাইন নম্বর +97433662000 এবং ইমেইল mission.doha@mofa.gov.bd -এ যোগাযোগ করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments