Saturday, November 23, 2024
Homeবাংলাদেশযুদ্ধের দ্বারপ্রান্তে ইউরোপ, পোল্যান্ড প্রধানমন্ত্রীর সর্তকতা

যুদ্ধের দ্বারপ্রান্তে ইউরোপ, পোল্যান্ড প্রধানমন্ত্রীর সর্তকতা

আলোর যুগ প্রতিনিধিঃ ইউরোপ এখন যুদ্ধের দ্বারপ্রান্তে রয়েছে বলে সতর্কবার্তা দিয়েছেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। তিনি বলেন, যুদ্ধ এখন আর অতীতের কোনও ধারণা নয়। যুদ্ধ এখন বাস্তব, আর এটা দুই বছর আগেই শুরু হয়ে গেছে। বৃহস্পতিবার ইউক্রেনে রাশিয়া নতুন করে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার পর এমন সতর্কবার্তা দিলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ইউরোপের মঙ্গলের জন্য রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে অবশ্যই জয়ী হতে হবে। ইউক্রেন যদি এই যুদ্ধে জয়ী হতে না পারে, তবে তা পুরো ইউরোপের জন্যই বিপদ ডেকে আনবে। এটি হলে ইউরোপের কোনও দেশই নিরাপদ থাকতে পারবে না বলে সতর্ক করেন তিনি।

ইউরোপিয়ান কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, সম্প্রতি মস্কোয় সন্ত্রাসী হামলার দায় কোনও প্রমাণ ছাড়াই ইউক্রেনের ওপর চাপিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর ন্যায্যতা দিতে ইউক্রেনে বেসামরিক স্থাপনায় হামলা জোরদার করাটা তার জন্য জরুরি।

এ সপ্তাহের শুরুতে রাশিয়ার প্রথমবারের মতো কিয়েভে শব্দের চেয়ে দ্রুতগতিতে ছুটতে সক্ষম ক্ষেপণাস্ত্র হামলা চালানোর বিষয়টিও উল্লেখ করেন পোলিশ প্রধানমন্ত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments