আলোর যুগ স্পোর্টসঃ চোট থেকে ফিরে ইন্টার মায়ামির হয়ে এক ম্যাচ খেলে আবারও অস্বস্তিতে পড়েছিলেন লিওনেল মেসি। সেই কারণে মাঝের দুটি ম্যাচে খেলেননি এই আর্জেন্টাইন মহাতারকা। চোট থেকে ফিরেই পুরোনো ঝলক দেখালেন তিনি।
বৃহস্পতিবার লিগস কাপ সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে ফেরেন মেসি। ম্যাচে বিতর্কিত এক পেনাল্টিসহ জোড়া গোল করে মায়ামির ফাইনাল নিশ্চিত করেছেন বিশ্বকাপজয়ী তারকা।
ভোরে ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অরল্যান্ডো সিটিকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। যদিও প্রথম লিড নিয়েছিল সফরকারী অরল্যান্ডো। এরপর মেসির জোড়া এবং তেলাস্কো সেগোভিয়ার এক গোলে জয় নিয়েই মাঠ ছেড়েছে মায়ামি।