Thursday, August 28, 2025
Homeখেলাবিশ্বকাপ বাছাইয়ের জন্য ফ্রান্সের স্কোয়াড ঘোষণা

বিশ্বকাপ বাছাইয়ের জন্য ফ্রান্সের স্কোয়াড ঘোষণা

আলোর যুগ স্পোর্টসঃ আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে অংশ নেবে ফ্রান্স। এই উপলক্ষে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম। দলে জায়গা পেয়েছেন মোনাকোর উদীয়মান মিডফিল্ডার মাঘনেস আকলিউচে, যিনি প্রথমবারের মতো ডাক পেলেন জাতীয় দলে। তবে চমক জাগিয়ে জায়গা হয়নি লিভারপুলের ইন-ফর্ম ফরোয়ার্ড হুগো একিতিকে’র।

গত জুনে জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট থেকে প্রায় ৭০ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে যোগ দেন একিতিকে। ইংলিশ ক্লাবটির হয়ে কমিউনিটি শিল্ডে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে এবং প্রিমিয়ার লিগে বোর্নমাউথ ও নিউক্যাসেলের বিপক্ষে গোল করে নিজেকে প্রমাণ করেছেন ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। তবুও দেশমের স্কোয়াডে তার নাম নেই।

অন্যদিকে, ২০২৪ প্যারিস অলিম্পিকে ফ্রান্সের হয়ে রৌপ্য জয়ে ভূমিকা রাখা আকলিউচে পেয়েছেন প্রথমবারের মতো জাতীয় দলের ডাক। মোনাকোর হয়ে নিয়মিত পারফর্ম করে নজর কেড়েছেন এই মিডফিল্ডার।

সাবেক অলিম্পিক তারকা রায়ান শেরকিও দলে জায়গা পেয়েছেন। জুনে উয়েফা নেশন্স লিগ ফাইনালে জাতীয় দলের অভিষেকের পর এবার স্কোয়াডে ফিরেছেন তিনি। সময়ের সেরা ফর্মে থাকা বেশ কয়েকজন খেলোয়াড় যেমন কিলিয়ান এমবাপ্পে, থুরাম ভাইয়েরা এবং উসমান দেম্বেলেরা রয়েছেন স্কোয়াডে।

ফ্রান্সের পূর্ণ স্কোয়াড:

গোলরক্ষক: লুকাস শেভালিয়ের, মাইক মাইগনান, ব্রাইস সাম্বা।

রক্ষণভাগ: লুকাস দিগনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিম কোনাতে, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োট উপামেকানো।

মধ্যমাঠ: দিসারি দুয়ে, মানু কোনে, আদ্রিয়েন রাবিওট, অরেলিয়েন চুয়ামেনি, খেফরেন থুরাম।

আক্রমণভাগ: মাঘনেস আকলিউচে, ব্রাডলি বারকোলা, রায়ান শেরকি, উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, মাইকেল অলিসে, মার্কাস থুরাম।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments