Wednesday, August 27, 2025
Homeক্রিকেটআইপিএল থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন

আইপিএল থেকে অবসর নিলেন রবিচন্দ্রন অশ্বিন

আলোর যুগ স্পোর্টসঃ ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে অবসর নিয়েছেন। আজ বুধবার (২৭ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই ঘোষণাটি দেন তিনি।

৩৮ বছর বয়সী এই স্পিনার লেখেন, “বিশেষ একটি দিন এবং বিশেষ একটি শুরু। সবাই বলে, প্রতিটি শেষের পর একটি নতুন শুরু হয়। আমার আইপিএল ক্রিকেটার হিসেবে সময় আজ শেষ হচ্ছে, তবে বিভিন্ন ঘরোয়া লিগে খেলার মাধ্যমে ক্রিকেট অন্বেষণের নতুন পথ আজ থেকে শুরু হচ্ছে।”

অশ্বিন আরও বলেন, “আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাই, যারা আমাকে অসাধারণ স্মৃতি ও সম্পর্ক উপহার দিয়েছে। বিসিসিআই এবং আইপিএলের প্রতিও কৃতজ্ঞ। সামনে যা অপেক্ষা করছে, তা উপভোগ করতে মুখিয়ে আছি।”

২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে অভিষেক হয় রবিচন্দ্রন অশ্বিনের। দীর্ঘ ১৬ বছরের আইপিএল ক্যারিয়ারে তিনি মোট ২২১টি ম্যাচ খেলেছেন এবং ১৮৭টি উইকেট শিকার করেছেন। পাশাপাশি ব্যাট হাতে ৮৩৩ রান করে অলরাউন্ডার হিসেবে রেখেছেন কার্যকর উপস্থিতি।

এই সময়ের মধ্যে অশ্বিন পাঁচটি আইপিএল দলের প্রতিনিধিত্ব করেছেন- চেন্নাই সুপার কিংস, রাইজিং পুনে সুপার জায়ান্টস, পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালস। বিশেষ করে ২০১০ ও ২০১১ সালে চেন্নাই সুপার কিংসের টানা দুইবার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments