Wednesday, August 27, 2025
Homeক্রিকেটত্বকের ক্যান্সারে আক্রান্ত মাইকেল ক্লার্ক

ত্বকের ক্যান্সারে আক্রান্ত মাইকেল ক্লার্ক

আলোর যুগ স্পোর্টসঃ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার মাইকেল ক্লার্ক ত্বকের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। নিজের ইনস্টাগ্রাম পোস্টে এই খবর জানিয়েছেন তিনি, একইসঙ্গে ভক্ত-অনুসারীদের প্রতি সতর্কবার্তা দিয়েছেন নিয়মিত ত্বক পরীক্ষা করানোর বিষয়ে।

বুধবার এক পোস্টে ক্লার্ক লিখেছেন,“ত্বকের ক্যান্সার সত্যিই বাস্তব, বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো দেশে। আজ আমার নাক থেকে আবারও একটি ক্যান্সারের অংশ অপসারণ করা হয়েছে। সবাইকে অনুরোধ করব আপনার ত্বক নিয়মিত পরীক্ষা করান। প্রতিরোধই শ্রেষ্ঠ উপায়। আমার ক্ষেত্রে নিয়মিত চেকআপ আর প্রাথমিক পর্যায়ে শনাক্ত করাটাই সবচেয়ে বড় বিষয় ছিল।”

এই প্রথম নয়, এর আগেও ২০১৯ সালে ক্লার্ক তার কপাল থেকে ত্বকের ক্যান্সারের একটি অংশ অপসারণ করেছিলেন। তখনও সার্জারির পর তিনি তরুণদের উদ্দেশে বার্তা দিয়েছিলেন রোদে বের হওয়ার সময় সানস্ক্রিন ব্যবহারের এবং ত্বক রক্ষার আহ্বান জানিয়ে।

২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন ১১৫টি টেস্ট, ২৪৫টি ওয়ানডে এবং ৩৪টি টি–টোয়েন্টি ম্যাচ। নেতৃত্ব দিয়েছেন ৭৪টি টেস্ট এবং ১৩৯টি ওয়ানডে ম্যাচে। তার অধীনেই অস্ট্রেলিয়া ২০১৩-১৪ অ্যাশেজ সিরিজে জয় পায় এবং ২০১৫ সালে বিশ্বকাপ জিতে নেয়।

অস্ট্রেলিয়া ত্বকের ক্যান্সারে আক্রান্ত হওয়ার হারের দিক থেকে শীর্ষে থাকা দেশগুলোর একটি। পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে ৭০ বছর বয়সের মধ্যে প্রতি দুইজনের একজনের ত্বকের ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। সূর্যের অতিবেগুনি রশ্মি ও অতিরিক্ত ট্যানিং এর অন্যতম প্রধান কারণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments