Tuesday, August 26, 2025
Homeঅপরাধনাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে জোর করে মাই টিভি-জমি-বাড়ি দখলের অভিযোগ

নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে জোর করে মাই টিভি-জমি-বাড়ি দখলের অভিযোগ

আলোর যুগ প্রতিনিধিঃ কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি ও তার বাবা নাসির উদ্দিন সাথীর বিরুদ্ধে নানা সময়ে প্রতারণা, নির্যাতন ও ব্ল্যাকমেইল নিয়ে ‘ক্রাইম এডিশন’ একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে তৌহিদ আফ্রিদির নানা কুকর্ম ফাঁসের পাশাপাশি নাসির উদ্দিন সাথীর অনিয়ম ও অপরাধ জগতের চিত্রও তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনটিতে বলা হয়েছে, নাসিরউদ্দিন সাথী ও তৌহিদ আফ্রিদির প্রতারণার হাতেখড়ি পারিবারিকভাবেই। এক সময় নুন আনতে পান্তা ফুরোনো সাথীর অর্থবিত্তের পুরোটাই জোর জবরদস্তি আর দুই নম্বরি করে কামানো। কাঁথা-বালিশ মাথায় নিয়ে লঞ্চে চড়ে ঢাকায় আসার আগে জমি দখলের কৌশলটা সাথী বরিশাল থেকেই অনুশীলন করে এসেছিলেন। নাসিরউদ্দিন সাথীর উত্থানের একমাত্র সিঁড়ি মাই টিভি। নাসিরউদ্দিন সাথী নিজেকে মাই টিভির চেয়ারম্যান দাবি করলেও তিনি ছিলেন মাই টিভির একজন কর্মচারী মাত্র। অনুসন্ধানে বিলকিস বেগম নামে এক নারীর সন্ধান পাওয়া গেছে, যিনি মাই টিভির আসল প্রতিষ্ঠাতা। বিলকিস বেগমের আস্থাভাজন কর্মচারী নাসিরউদ্দিন সাথী যেভাবে মাই টিভি দখল করেছেন, সেই গল্প সিনেমাকেও হার মানাবে।

বিলকিস বেগম বলেন, ‘নাসিরউদ্দিন সঙ্গে আমার পরিচয় ছিল। ওর একটা এডিটিং হাউস ছিল শান্তিনগরে। ও সব জায়গায় সিডি দিত। প্রত্যেকটা চ্যানেলে সিডি দিত। ও আমাকে সিডি দিতে আসছে। সিডি দিতে আইসা পরিচয় হইছে। তখন ওই যে আসতে-যাইতে একটা সম্পর্ক সৃষ্টি হইছে, ভাই-বোনের সম্পর্ক। সেই সুবাদে সে আমার চ্যানেলে রইছে। ওর তো টাকা পয়সা ছিল না একটা সময়। বড় লোক হইছে। মানুষকে বলছে যে আমি মাই টিভির মালিক। মানুষকে ঠকাইয়া টাকা নিছে মালিক বানাবে। কিন্তু ওতো মালিক বানাইতে পারবে না। মালিক আমি বানাইতে পারব। কারণ প্রতিষ্ঠানের মালিক আমি। আমি বানাইতে পারব। ও সবার কাছে টাকা নিয়া নিছে।’

তিনি আরো বলেন, ‘এখনো আমি চলতে পারি না রাস্তায়। ও আমাকে লোকজন দিয়ে অ্যাটাক করে। আমাকে ভয়ভীতি দেখায়। বলে— মাই টিভি আপনি চালাবেন না। মাই টিভিতে আপনি আসবেন না। মাই টিভি আমরা চালাব। তাতেই সবদিকেই লাগায় রাখছে লোকজন। এরকম সন্ত্রাস পার্টি এগুলা আমাকে হয়রানি করে, এখনো করতেছে।’

বিলকিস বেগম বলেন, ‘আওয়ামী লীগ থাকতে ক্ষমতা দেখাইয়া আমাকে এরেস্ট করাইছে। দুই দিন আমি জেলেও ছিলাম। অন্যায়ভাবে একটা মিডিয়া নিয়া প্রতারণা করছে আমার সঙ্গে। আমাকে মামলা দিয়ে হয়রানি করে দূরে রাখছে।’ প্রতিবেদনটিতে আরো বলা হয়েছে, পকেটে ১০ টাকা না থাকা সাথী আজ হাজার কোটি টাকার মালিক। প্রতারণার মাধ্যমে দখল করা এক মাই টিভির ওপর ভর করে সাথীর পরিবারের সবার ঘরে লাল-নীল বাতি জ্বলছে আর অন্ধকার হয়েছে অনেকের ঘর। এলাকায় বিভিন্ন মানুষের বাড়িঘর দখল করে মাই টিভির সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন নাসির উদ্দিন সাথী।

আলী হোসেন হাওলাদার নামে এক ভুক্তভোগী নাসির উদ্দিন সাথীর নানা অপকর্মের তথ্য তুলে ধরেন। তার জায়গাও সাথী দখলে নিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।  প্রতিবেদনে বলা হয়, বিলকিস বেগমের কাছ থেকে দখল করা মাই টিভির বর্তমান যে ভবনটি রয়েছে, সেটিও দখল করা। ভুক্তভোগী ব্যক্তি আইনজীবী হবার পরেও সাথীর সঙ্গে পেরে ওঠেননি। কারণ টাকা আর সন্ত্রাসী বাহিনীর দাপটে দিব্বি জবর দখল করে রেখেছেন ভবনটি।

ভুক্তভোগী আইনজীবী কিবরিয়া বলেন, ২০১২ সালের শেষ দিকে নাসির উদ্দিন সাথী লোকজন নিয়ে আইসা আমাদের বলে এটা তার জায়গা। এই জায়গা পাওয়ার অব এটর্নি করছে। এই জায়গার মালিক সে। তিনি আরো বলেন, ‘২০১২ সালের ৬ নভেম্বরে ৫২২ দাগে ওখানে সে জায়গাটা দখল করতে গিয়েছিল। দখল করতে পারে নাই। সে একটা পাওয়ার অব এটর্নি করছে। রামপুরা থানায় একটা জিডি করছে মুজিবুর রহমানের বিরুদ্ধে। এরপরে সে পরবর্তী মাসে এসে আমাদের বাড়ির জায়গাটা দখল করছে।’

প্রতিবেদনটিতে বলা হয়েছে, প্রশাসনের নাকের ডগায় এরকম একটি ভবন দখল করে টিভি স্টেশন দিয়ে বসলেও কেন সরকারের কোনো ভ্রুক্ষেপ নেই, তা নিয়েও রয়েছে অনেক প্রশ্ন। অভিযোগের প্রেক্ষিতে ক্রাইম এডিশন টিম মাই টিভির দখল করা ভবনের ভিডিও ধারণ করতে গেলে সাথীর সন্ত্রাসী বাহিনী তাদের জোর করে ভবনের ভেতরে নিয়ে আটকে রাখার চেষ্টা করে।

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments