Tuesday, August 26, 2025
Homeঅপরাধনারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় একজনের ফাঁসি, দুইজনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জে ব্যবসায়ী হত্যা মামলায় একজনের ফাঁসি, দুইজনের যাবজ্জীবন

আলোর যুগ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে টিস্যু ব্যবসায়ী বেলাল হোসেন হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে একজন আদালতে উপস্থিত থাকলেও বাকিরা পলাতক ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন—সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার সাহাবুদ্দিনের ছেলে নাদির ওরফে নাছির (৩৫)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন—মোচাক এলাকার মৃত ইব্রাহীম খলিলের ছেলে মানিক মিয়া (৪১) এবং সানারপাড় এলাকার মোশারফ হোসেনের ছেলে মোহন (২৫)। এদের মধ্যে মোহন আদালতে উপস্থিত ছিলেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান রায়ের সত্যতা নিশ্চিত করেছেন। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম মাসুম জানান, কুমিল্লার নাঙ্গলকোট এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে বেলাল হোসেন সিদ্ধিরগঞ্জে বিভিন্ন হোটেলে টিস্যু বিক্রি করতেন। ২০২২ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে পাওনা টাকা সংগ্রহ করতে গেলে সানারপাড় এলাকায় কয়েকজন দুর্বৃত্ত তার কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ধস্তাধস্তির এক পর্যায়ে দুর্বৃত্তরা বেলাল হোসেনকে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় নিহতের ভগ্নিপতি মো. কাজী জাহিদ সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments