Sunday, August 17, 2025
Homeরাজনীতি২০ আগস্টের মধ্যে জুলাই সনদ নিয়ে মত দেবে বিএনপি

২০ আগস্টের মধ্যে জুলাই সনদ নিয়ে মত দেবে বিএনপি

আলোর যুগ প্রতিনিধিঃ জাতীয় ঐকমত্য কমিশন প্রণীত ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত খসড়া পর্যালোচনা করে আগামী ২০ আগস্টের মধ্যে নিজেদের মতামত জানাবে বিএনপি।

রবিবার (১৭ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, খসড়ায় কিছু অসামঞ্জস্যতা রয়েছে এবং কয়েকটি বিষয় যথাযথভাবে উপস্থাপন করা হয়নি।

জাতীয় ঐকমত্য কমিশন ইতোমধ্যে খসড়াটি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পাঠিয়েছে। সনদে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, জনপ্রশাসন, পুলিশ প্রশাসন ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।

খসড়ায় উল্লেখ করা হয়েছে, কমিশন ও রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমে বেশ কিছু বিষয়ে সমঝোতা হয়েছে। তবে সব প্রস্তাবে সব দল একমত নয়—কিছু সুপারিশে বিভিন্ন দলের আপত্তিও রয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments