Friday, August 15, 2025
Homeজাতীয়পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে সাভারের ইউএনও

পানিবন্দি মানুষের দুর্ভোগ লাঘবে সাভারের ইউএনও

জাভেদ মোস্তফা 🇧🇩

সাভার পৌর এলাকায় অর্ধশতাধিক পানিবন্দি থাকা মানুষের দুর্ভোগ লাঘবে পানি নিষ্কাশনের জন্য উদ্যোগ নিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুবকর সরকার।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে সাভার পৌর এলাকার পূর্ব জামসিং মহল্লায় পানিবন্দি থাকা মানুষের সার্বিক খোঁজ খবর নেন এবং পানি নিষ্কাশনের জন্য উদ্যোগ নেন তিনি।
এসময় ইউএনও আবুবকর সরকার বলেন, গণমাধ্যমে পানিবন্দি থাকা মানুষের বিষয়টি জেনে নজরে আসে। সেসময় পানিবন্দি মানুষদের জন্য পানির জটলা বা পানি জমে না থাকে সেজন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া এলাকাবাসীর কাছে আহ্বান জানিয়ে ইউএনও বলেন, প্রত্যেকে বাড়ি করার সময় নূনতম একটি লেভেলিং মেনে করার জন্য। এতে পানিবদ্ধতা দূর করা সম্ভব এবং মানুষের দুর্ভোগ লাঘব করা সম্ভব বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন সাভার পৌরসভার নির্বাহী প্রকৌশলী আমজাদ হোসেনসহ স্থানীয় এলাকাবাসী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments