প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ
জাভেদ মোস্তফা 🇧🇩
ভোরের ডাক আজাদী পত্রিকায় গত ১০/০৮/২৫ তারিখ ও ১১/০৮/২০২৫ তারিখ প্রকাশিত মতবিনিময় সভা ও কথিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা বিষয়ক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
ভোরের ডাক পত্রিকায় ১০/০৮/২৫ তারিখ ও আজাদী পত্রিকায় ১১/০৮/২০২৫ তারিখ প্রকাশিত মতবিনিময় সভা ও অগ্রহনযোগ্য ও কথিত নির্বাচিত প্রতিনিধিদের সংবর্ধনা বিষয়ক সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উক্ত সংবাদে একটি কুচক্রী মহল “বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল” এর নাম ব্যবহার করে তাদের ঘরোয়া ও সাজানো নির্বাচনের মাধ্যমে নিজেদের নির্বাচিত প্রতিনিধি দাবি করছে যা সিআরপিএল এর সাথে জড়িত কারো অনুমোদিত নয়। তারা মিথ্যা তথ্য দিয়ে হোটেল দখলের পাঁয়তারা সহ সাূধারণ স্লটমালিকদের ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজি করে লাখ লাখ টাকা আত্মসাত করছে এবং হোটেল দখলেরও পায়তারা করতেছে। যা আইনত: দন্ডনিও অপরাধ। আমরা এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মূলত, সকল স্লটওনারগনের অংশগ্রহণে একটি স্বচ্ছ, আইনগত ও অংশগ্রহণমূলক নির্বাচনের সিদ্ধান্ত থাকলেও একটি পক্ষ প্রহসনমূলক ভাবে একতরফা নির্বাচন করার উদ্যোগ নেয়। এর প্রেক্ষিতে স্লট ওনাররা হাইকোর্টে রিট পিটিশন দায়ের করলে মহামান্য আদালত ০১/০৫/২০২৫ তারিখের নির্বাচন প্রক্রিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন। এছাড়াও কক্সবাজার জেলা জজ কোর্টে ০৬/০৫/২০২৫ তারিখে কোরাল রীফ কর্তৃক দায়েরকৃত (মিস মামলা ০২/২০২৫) যা এখনও চলমান। আছে।
চলমান মামলা উপেক্ষা করে ঐ মহলটি ০৪/০৬/২৫ তারিখ ঘোষণা দিয়ে ১৪/০৬/২৫ তারিখে ঈদের ছুটিতে আদালত বন্ধের সুযোগে গোপনে ‘প্রহসন মূলক গোপন নির্বাচনের আয়োজন করে। এই একতরফা নির্বাচনকে GHL ও CRPL উভয় কর্তৃপক্ষই নিয়মবহির্ভূত অবৈধ ও বেআইনী ঘোষণা করে লিখিত বিজ্ঞপ্তি প্রকাশ করে। স্থানীয় প্রশাসনও এই কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়। এর পরেও অজ্ঞাত স্থান থেকে কিছু স্লট ওনারকে বিজয়ী ঘোষণা করা হয়। সম্প্রতি তারা এই একতরফা নির্বাচনকে বৈধতা দেয়ার জন্য ৩০-৪০ জন নিজস্ব মতাদর্শের স্লট ওনারদেরকে নিয়ে গত ০৯/০৮/২৫ তারিখ স্লমালিকদের দুটি গ্রুপের একটি সাধারন সভায় যোগ না দিয়ে কাউন্টার ও নামসর্বশ্য সংবর্ধনাও আয়োজন করে এবং তা বিতর্ক সৃষ্টির জন্য পত্রিকায় প্রকাশ করে, যা সম্পূর্ণ সংবাদপত্রের নিয়মবহির্ভূত ও উদ্দেশ্য প্রণোদিত।
আমরা এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছি। একই সঙ্গে, আমরা সর্বদাই জিএইচ এল বোর্ডের অধীনে একটি আইন সম্মত, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনেরর জন্য সকল পক্ষকে নিয়ে নির্বাচনের আয়োজন করতে যাচ্ছি।
বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ হোটেল মালিকদের পক্ষে,
স্লট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন
এবং
ঢাকা স্লট ওনার্স গ্রুপ