Friday, August 1, 2025
Homeখেলামেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির জয়, ডি পলের অভিষেক

মেসির জোড়া অ্যাসিস্টে মায়ামির জয়, ডি পলের অভিষেক

আলোর যুগ স্পোর্টসঃ অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি পল। অনেকেরই ধারণা, স্বদেশি লিওনেল মেসির জন্যই ক্লাবটিতে নাম লিখিয়েছেন এই মিডফিল্ডার। অবশেষে মায়ামির জার্সিতে তার অভিষেক হয়ে গেল। একইদিন নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেন মেসি-আলবারা।  এমন ম্যাচে মেসির জোড়া অ্যাসিস্টে ফ্লোরিডার ক্লাবটি জয় পেয়েছে।

বৃহস্পতিবার ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ক্লাব অ্যাটলাসের ‍মুখোমুখি হয় ইন্টার মায়ামি। আগের ম্যাচে মেসি-ডি পলরা গ্যালারিতে বসে খেলা দেখেছিলেন, সেদিন দলেরও জয় পাওয়া হয়নি। আজ তারা মাঠে নামতেই দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে মায়ামি। তাদের ২-১ ব্যবধানের জয়ে একটি করে গোল করেন তেলাস্কো সেগোভিয়া ও মার্সেলো ভাইগান্ট।

ম্যাচের ডেডলক ভাঙে ৬০ মিনিটে। বুসকেটস ও মেসি হয়ে বক্সে বল পেয়ে যান সেগোভিয়া। যদিও আর্জেন্টাইন মহাতারকাই শট নিতে পারতেন। তবে সুযোগ পেয়ে এক স্পর্শে বল জালে জড়াতে ভুল করেননি সেগোভিয়া। ৮০ মিনিটে সমতায় ফেরে অ্যাটলাস। বক্সে বল পেয়ে মায়ামির দুই ডিফেন্ডারকে পরাস্ত করে স্কোরলাইন ১-১ পরিণত করেন রিভালদো লোজানো।

নির্ধারিত ও ইনজুরি সময় শেষের পথেই ছিল, তবে টানা দ্বিতীয় ম্যাচে ড্র হয়তো আক্ষেপ বাড়াতো মায়ামিকে। ভাইগান্ট ওপরে উঠে বল চালাচালি করেন কয়েকজনের সঙ্গে, শেষে আবারও শেষ গোলের মতোই মেসি বক্সে ঢুকে বল বাড়ান। এর আগে তিনি ওয়ান-টু পাস দেওয়া-নেওয়া করেন সুয়ারেজের। শেষমেষ মায়ামি ডিফেন্ডার দ্রুতগতির শটে ২-১ গোলে জয় নিশ্চিত করেন। যা নিয়ে উদযাপন করে ফেললেও মায়ামিকে ভিএআরের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে হয় কিছুক্ষণ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments