Thursday, September 11, 2025
Homeবিনোদন‘অ্যানিম্যাল ২’ নিয়ে যা জানালেন ববি দেওল

‘অ্যানিম্যাল ২’ নিয়ে যা জানালেন ববি দেওল

আলোর যুগ বিনোদনঃ রণবীর কাপুর ও ববি দেওল অভিনীত ২০২৩ সালের আলোচিত বলিউড সিনেমা ‘অ্যানিম্যাল’ মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল। প্রায় ৫০০ কোটির ব্যবসা করা এই ছবিতে মাত্র ১০ মিনিট উপস্থিত থাকলেও ববি দেওল তাঁর অভিনীত ‘আবরার’ চরিত্রে দর্শকমনে গভীর ছাপ ফেলেন।

তবে এবার সিনেমাপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘অ্যানিম্যাল’-এর সিক্যুয়েল। ঠিক কবে আসবে ‘অ্যানিম্যাল ২’, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন ববি দেওল নিজেই। গত শুক্রবার সন্ধ্যায় ছেলেকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের একটি সিনেমা হলে যান ববি দেওল। সেখানে পাপারাজ্জিদের সামনে পোজ দেওয়ার সময় এক সাংবাদিক সিক্যুয়েল নিয়ে প্রশ্ন করলে তিনি সংক্ষেপে উত্তর দেন, ‘আমি জানি না।’

তবে বিষয়টি নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে। ববির বক্তব্যে সত্যিই কি তিনি কিছু জানেন না? নাকি এখনই জানাতে নারাজ? এর আগে প্রযোজক ভূষণ কুমার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা বর্তমানে ‘স্পিরিট’ নামের একটি ছবি নিয়ে ব্যস্ত। সেখানে প্রভাস প্রধান চরিত্রে থাকবেন। এই ছবির কাজ শেষ হওয়ার পর শুরু হবে ‘অ্যানিম্যাল পার্ক’-এর শুটিং। ফলে দর্শকদের ‘অ্যানিম্যাল ২’ দেখার জন্য এখনও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

প্রসঙ্গত, রণবীর কাপুর ও রাশমিকা মান্দানা অভিনীত প্রথম কিস্তির সিনেমাটি শুধু ভারতে নয়, আন্তর্জাতিকভাবেও দারুণ সাড়া ফেলে। প্রশংসিত হয় দর্শক, সমালোচক এবং সহ-অভিনেতাদের কাছেও। ববি দেওলের চরিত্রটি ছিলেন বাকপ্রতিবন্ধী এবং শ্রবণক্ষমতাহীন একজন ভয়ংকর খলনায়ক। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সাইন ল্যাঙ্গুয়েজ শিখেছিলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments